Monday, November 30

কানাইঘাটে ৫ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ!বিএনপির প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি


নিজস্ব প্রতিবেদক: আগামী ৩০ ডিসেম্বর সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনকে সামনে রেখে উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয় থেকে এ পর্যন্ত মেয়র পদে ৫ ও কাউন্সিলার পদে ৪১ ও সংরক্ষিত মহিলা আসন থেকে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন, আ’লীগ সমর্থিত মেয়র প্রার্থী বর্তমান মেয়র লুৎফুর রহমান, বিগত পৌরসভার নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী জামায়াত নেতা এ.কে.এম ওলিউল্লাহ (স্বতন্ত্র), জাতীয়পার্টির মনোনীত একক প্রার্থী উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, সাবেক মেয়র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী সুহেল আমীন (স্বতন্ত্র), আ’লীগ নেতা কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম খোকন (স্বতন্ত্র), তবে এখন পর্যন্ত পৌরসভার নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী চূড়ান্ত না হওয়ায় বিএনপি সমর্থিত কোন প্রার্থী মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহণ করেননি। উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন কানাইঘাট নিউজকে জানিয়েছেন, বিএনপি থেকে একক প্রার্থী মনোনীত করার লক্ষ্যে জেলা নেতৃবৃন্দের সাথে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের বৈঠক চলছে। দুই এক দিনের মধ্যে দলীয় মতামতের ভিত্তিতে একক প্রার্থী চূড়ান্ত করা হবে। জানা গেছে, মেয়র পদে বিএনপির মনোনয়ন পেতে পারেন পৌরসভার ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার পৌর বিএনপির সভাপতি হাজী শরিফুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়