Sunday, November 15

প্যারিস হামলায় মুসলিম যুবক বাঁচিয়েছেন দুই নারীকে


আর্ন্তজাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: সম্প্রতি প্যারিসে শুক্রবার রাতে গুলি ও বোমা হামলায় ১২৭ জন প্রাণ হারিয়েছে। সেই ভয়াল রাতে দুই নারীকে বাঁচিয়েছেন সাফের নামের এক মুসলিম যুবক। এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি। শুক্রবার রাতের হামলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে সাফের জানিয়েছেন, সে রাতে যখন গোলাগুলি শুরু হয়েছিল সেসময় কাসা নোস্রা রেস্টুরেন্টের বারের পেছনে ছিলেন তিনি। ওই স্থানের কাছে দাঁড়িয়ে তিনি নিজের শেষ পরিণতির জন্য অপেক্ষা করছিলেন। অথবা হয়তো ভাবছিলেন এই বুঝি জীবনটা শেষ। সে ভয়াল রাতের অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমি কাউন্টারেই ছিলাম। আমরা বিস্ফোরণের শব্দ শুনতে পেলাম। সেই শব্দটা ছিল সত্যিই খুব ভয়ানক। সবাই চিৎকার করতে শুরু করেছিল। জানালার কাঁচগুলো আমাদের ওপর ভেঙ্গে পড়ছিল। এটা ছিল ভয়াবহ। সব জায়গায় ভাঙা কাঁচ পড়েছিল। এগুলো আমাদের মুখে আঘাত করছিল।’ তিনি আরো বলেন, ‘হামলার সময় আমি ছাদে ওপর দুই নারীকে দেখতে পেলাম। তারা আহত হয়েছিল। একজন কব্জিতে এবং অন্যজন কাধে ব্যাথা পেয়েছিল। তাদের জখমের জায়গা থেকে খুব রক্তপাত হচ্ছিল।’ তিনি জানিয়েছেন, ওই ভয়ানক বিপদের মধ্যে তার মনে হচ্ছিল ওই নারীদের সাহায্য করা উচিত। আর এ কথা মনে হতেই তিনি ওই নারীদের ছাদ থেকে নিচে নামিয়ে এনেছিলেন। তিনি বলেন, ‘আমি তাদের কাছে বসেছিলাম এবং জখমের স্থান থেকে রক্তপাত বন্ধের চেষ্টা করছিলাম।’ তিনি আরো জানিয়েছেন, ‘যখন আমরা নিচে নেমে এসেছিলাম সে সময়ও গোলাগুলির আওয়াজ চলছিল। এটা ছিল বেশ আতঙ্কজনক।’ এভাবেই নিজের জীবন বাজি রেখে দুই নারীকে বাঁচিয়েছেন মুসলিম তরুণ সাফের। তার সহযোগীতায় ওই দুই নারীর তেমন কোনো ক্ষতি হয়নি। তবে তাদের পরিচয় জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়