Sunday, November 15

আইফেল টাওয়ার বন্ধ, আতঙ্কিত পর্যটকরা


আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের সেরা দর্শনীয় স্থাপনাগুলোর মধ্যে একটা হচ্ছে প্যারিসের আইফেল টাওয়ার। সারা পৃথিবী থেকে মানুষ আসে এই টাওয়ার দেখতে কিন্তু গত শুক্রবারে ঘটে যাওয়া প্যারিসের ভয়াবহ সন্ত্রাসী হামলার পরে এটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। প্যারিসের সাথে ফ্রান্সের বাকি জায়গাগুলোর যোগাযোগ এখনো অব্যাহত রয়েছে। আভ্যন্তরীণ বিমান এবং রেল যোগাযোগ পুরোদমে চালু থাকলেও প্যারিসে জরুরী অবস্থা বিরাজমান এবং প্রচুর পরিমাণে পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা ঘিরে আছে শোকাবহ শহরটি। যে কারণে আইফেল টাওয়ার সহ আরও অনেক দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে। ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ফ্রান্সিস হল্যান্ড দেশটিতে জরুরী অবস্থা এবং তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন। প্যারিস শহর দেখতে প্রতিনিয়ত কিছু মানুষ এখানে ভ্রমণের উদ্দেশ্য আসছে, তাদের মধ্যে ফ্রান্সের নাগরিকের পাশাপাশি থাকে সারা বিশ্বের বিভিন্ন পর্যটক রয়েছে। কিন্তু গত শুক্রবার যখন হঠাৎ করে সন্ত্রাসী হামলা শুরু হয় তখন প্যারিসগামী শতশত মানুষ বিপাকে পড়ে যায়। এই রকম একজন বিপদে পড়া পর্যটক হচ্ছেন যুক্তরাষ্ট্রের সান ডিয়াগোর নাগরিক থন রালফ। থন রালফ তার পরিবার নিয়ে জার্মানিতে এসেছিলেন দুই মাসের কাজে। এখন কাজ শেষে তার উদ্দেশ্য ছিল পরিবার নিয়ে প্যারিস শহর ঘুরে বেড়াবেন, ছেলেমেয়েদের দেখাবেন পৃথিবীর সেরা দর্শনীয় জিনিশগুলো। তারা যখন ঠিক প্যারিসের উদ্দেশ্যে বিমানে চড়েছেন তখন শুরু হয়েছে হামলা। এই পরিস্থিতে থন তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। তারা এখন বুঝতে পারছে না কি করনীয়। থনের মত এরকম অবস্থায় পড়েছে আরও অসংখ্য মানুষ। শুক্রবারের হামলার পর শনিবারে বন্ধ করে দেয়া হয়েছে আইফেল টাওয়ার এবং পরবর্তী বিজ্ঞপ্তি দেয়ার আগ পর্যন্ত বন্ধ থাকবে। তাছাড়া যেহেতু প্যারিসে সোমবার পর্যন্ত তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে সেহেতু প্যারিসের ডিসনীল্যান্ডও বন্ধ। হামলার পরে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। ফ্রান্সের প্রবেশ এবং বের হওয়ার সমস্ত রাস্তায় কড়া নজরদারির ব্যাবস্থা নেয়া হয়েছে। বর্তমানে ফ্রান্সে বসবাসরত সমস্ত পর্যটকদের সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। ফ্রান্সের মার্কিন দূতাবাস থেকে মার্কিন নাগরকদেরকে সর্বচ্চ সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে। তবে অনেকেই ব্যাপারটা নিয়ে একমত না। তাদের কথা হচ্ছে সতর্ক থাকতে হবে কিন্তু ভয় পেয়ে চুপ করে থাকার কোন অর্থ হয় না। নামকরা পর্যটক রিক স্টিভস তার ব্লগে লিখে পর্যটকদের প্যারিস বর্জন করার ব্যাপারে অনুৎসাহিত করেন। তিনি সাম্প্রতিক এই ঘটনাকে কেন্দ্র করে বলেন, আমাদের উচিৎ কোনভাবেই ভয় না পাওয়া। কারণ সন্ত্রাসীরা এটাই চায়। যারা এই হামলার স্বীকার হয়েছেন তাদের প্রতি সম্মান দেখাতেই আমাদের উচিৎ ভয় না পাওয়া। উল্লেখ্য যে প্যারিসে শুক্রবারের এই সন্ত্রাসী হামলায় প্রায় ১২৯ জন মারা গেছে এবং আরও ৩৫২ জনের আহত হওয়ার সংবাদ এখন পর্যন্ত পাওয়া গেছে। মধ্য প্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়