Monday, November 9

তিন মামলায় শওকত মাহমুদের জামিন


ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ তিনটি নাশকতার মামলায় জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। আজ সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন। আদালতে শওকত মাহমুদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মোরশেদ আল মামুন। গত ১৮ সেপ্টেম্বর নাশকতার মামলায় শওকত মাহমুদকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন। আইনজীবীরা জানিয়েছেন, শওকত মাহমুদকে ২০টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আগে তিনি দুটি মামলায় জামিন পেয়েছিলেন, এবার পেলেন তিনটি মামলায় জামিন। তার বিরুদ্ধে আরও ১৫টি মামলা রয়েছে। এগুলোতে জামিন পেলেই তিনি মুক্তি পাবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়