Tuesday, November 10

কাউন্সিলর নির্বাচনে সবার দোয়া চান 'আবেদ চোর'


কানাইঘাট নিউজ ডেস্ক: সামনে আসছে পৌরসভা নির্বাচন। ইতিমধ্যে দেশের পৌরসভাগুলোতে নির্বাচনে ইচ্ছুক প্রার্থীরা প্রচারে নেমে গেছেন। শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে পোস্টার লাগাচ্ছেন। ভোটারদের সাথে কুশল বিনিময় শুরু করে দিয়েছেন। যদিও এখনও তফশিল ঘোষণা হয়নি তারপরও থেমে নেই প্রচারণা। পৌরসভা নির্বাচন করতে ইচ্ছুক একজন ভিন্নধর্মী মানুষকে খুঁজে পাওয়া গেল নীলফামারীর জলঢাকা উপজেলায়। নিজেকে চোর স্বীকার করে আবেদ নামের এক ব্যক্তি জলঢাকা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পোস্টার লাগিয়ে বেড়াচ্ছেন। একই সাথে ভোটারদের দোয়াও কামনা করছেন। 'আবেদ চোর' নামের এই ব্যক্তির পোস্টার ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে গোটা জলঢাকায়। কি লেখা আছে তার পোস্টারে? আসুন দেখে নেই- কাউন্সিলর নির্বাচনে সবার দোয়া চান 'আবেদ চোর' পোস্টারের একদম ওপরেই লিখেছেন 'রাজনীতি যার যার অধিকার সবার' এরপর পোস্টারে লিখেছেন, 'আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর পদের জন্য কৃষক শ্রমিক জনতাসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া এবং সহযোগিতা কামনা করছি ও ভোট চাই। ভোট না দিলে আপনাদের বাড়ি চুরি হইলে আমাকে দায়ী করতে পারিবেন না। আমি মো. আবেদ চোর, জলঢাকা পৌরসভাবাসীকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। প্রচারে ৬ নম্বর ওয়ার্ডবাসী।' আবেদ নিজের চোর পেশাকে আড়াল না করে হাস্যমুখে সবার সাথে কথা বলছেন এবং তাকে ভালো পথে ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছেন। সাংবাদিকরা তাঁর সাথে কথা বলতে গেলে হাসিমুখে ছবিও তুলছেন। তাঁর এই পোস্টার জলঢাকায় 'এখন টক অব দ্য টাউন'।---কালের কন্ঠ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়