Sunday, November 15

যেভাবে জানা যাবে শাবি'র ভর্তি পরীক্ষার ফল


কানাইঘাট নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ২০১৫/১৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল আগামীকাল সোমবার প্রকাশিত হবে। ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল সকালেই ফলাফল পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission এ প্রবেশ করে ফলাফল জানা যাবে। এছাড়াও যে কোন মোবাইল অপারেটর থেকে SUSTRESULTYour-Admission-Roll লিখে 16222 নাম্বারে খুদেবার্তা পাঠালে ফিরতি মেসেজে রেজাল্ট জানতে পারবে শিক্ষার্থীরা। প্রসঙ্গত, গতকাল শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সিলেট নগরীর ৩০টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিটের এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার বিশ্ববিদ্যালয়ের দুইটি ইউনিটে ১৪৪৮ আসনের বিপরীতে ৪১২৯৭ জন শিক্ষার্থী আবেদন করে। পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছুদের উপস্থিতি ছিল প্রায় ৮৫ ভাগ। -সিলেটভিউ২৪ডটকম

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়