Friday, October 23

কানাইঘাট পৌরসভা নির্বাচন!সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাঠে তৎপর


নিজাম উদ্দিন: আগামী ডিসেম্বর মাসে নির্বাচন কমিশন (ইসি) সারাদেশে পৌরসভাগুলোর মধ্যে সিলেট বিভাগের ১৭টি পৌরসভার নির্বাচনের সিন্ধান্ত গ্রহণ করায় সিলেটের কানাইঘাট পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচনী মাঠে প্রচারণায় নেমে পড়েছেন। ইতিমধ্যে আওয়ামীলীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টির একাধিক নেতা এবং স্বতন্ত্র মেয়র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দলীয় সভা সমাবেশ, সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি তাদের সমর্থকদের দিয়ে ডিজিটাল পোস্টার, ব্যানার ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পেইজ খোলে প্রচারণায় পুরোদমে তৎপরতা চালাচ্ছেন। নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কানাইঘাট পৌরসভার প্রথম নির্বাচন ২০১১ সালের ১৮ই জানুয়ারী অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে আওয়ামীলীগ থেকে ২ জন, বিএনপি থেকে ২ জন, জাতীয়পার্টি ও জামায়াতে ইসলাম সমর্থিত সহ স্বতন্ত্র ব্যানারে মেয়র পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন। এর মধ্যে পৌরসভার প্রথম নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের বর্তমান আহ্বায়ক লুৎফুর রহমান ৩ হাজার ৪ শ’ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা এ.কে.এম ওলিউল্লাহ কে ৭’শ ভোটের ব্যবধানে পরাজিত করে মেয়র নির্বাচিত হন। ১৬ হাজার ভোটার অধ্যুষিত কানাইঘাট পৌরসভার নির্বাচনে ৫ বছর মেয়াদ আগামী ২৭ ফেব্রুয়ারী পূর্ণ হবে। সরকার নীতিগত ভাবে স্থানীয় সরকারের এ নির্বাচনে দলীয় প্রতীকে নির্বাচন করার সিন্ধান্ত নেওয়ায আওয়ামীলীগ, বিএনপি সমর্থিত একাধিক সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে টেনশন বিরাজ করছে। দলীয় সমর্থন লাভের আশায় ইতিমধ্যে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক নেতা হাই কমান্ড সহ শীর্ষ নেতাদের ধারস্ত হয়ে তদবীরে নেমেছেন। বিএনপি দলীয় প্রতীকে স্থানীয় সরকারের নির্বাচনে বিরোধীতা করে আসছে। তারপরও বিএনপির একাধিক নেতা মাঠপর্যায়ে নির্বাচনী তৎপরতা চালাচ্ছেন। তবে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে তা নিয়ে বিএনপি ও বিরোধী জোটের নেতাকর্মীদের মধ্যে সংশয় বিরাজ করছে। ইতিমধ্যে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত কানাইঘাট পৌরসভার নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য মেয়র প্রার্থীদের জনপ্রিয়তা যাচাই করে গোয়েন্দা সংস্থার লোকজন রিপোর্ট সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন। উক্ত তালিকায় বিশেষ করে আওয়ামীলীগ সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থীদের জনপ্রিয়তা সরকারের কাছে গোয়েন্দা সংস্থার লোকজন দিয়েছেন। ডিসেম্বর মাসে অনুষ্ঠিত নির্বাচনকে সামনে রেখে যারা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচনী মাঠে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক নেতা রয়েছেন। আওয়ামীলীগ থেকে যাদের নাম মেয়র পদে জোরেশোরে উচ্চারিত হচ্ছে তারা হলেন, বর্তমান মেয়র উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য প্রবীণ আওয়ামীলীগ নেতা জমির উদ্দিন প্রধান, কানাইঘাট সদর ইউপির বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিগত উপজেলা নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী নিজাম উদ্দিন আল মিজান, পৌর আওয়ামীলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এডভোকেট মামুন রশিদ, উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুক আহমদ ও পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান। তারা নির্বাচনে অংশগ্রহণের কথা কানাইঘাট নিউজকে জানিয়েছেন। এদিকে বিগত সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে একাধিক মামলায় জর্জরিত বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীরা কৌশলে নির্বাচনী মাঠে সক্রীয় রয়েছেন। বিএনপি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যারা নির্বাচনী মাঠে রয়েছেন তারা হলেন, পৌর বিএনপির সভাপতি ১নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হাজী শরিফুল হক, উপজেলা কৃষকদলের সভাপতি ৮নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রহিম উদ্দিন ভরসা, উপজেলা যুবদলের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী নুরুল হোসেন বুলবুল। জামায়াত সমর্থিত প্রার্থী দলীয় প্রতীকের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলেও স্বতন্ত্র ব্যানারে বিগত পৌরসভার নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা এ.কে.এম ওলিউল্লাহ নির্বাচন করবেন বলে জানিয়েছেন। তবে শেষ পর্যন্ত কানাইঘাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে ১৮ দলীয় জোটের একক প্রার্থী যে কেউ হতে পারেন। জাতীয়পার্টি থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে রয়েছেন উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, বিগত নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত মেয়র প্রার্থী পৌর জাপার সাধারণ সম্পাদক, ব্যবসায়ী সুহেল আমিন। সুহেল আমিন জানিয়েছেন তিনি স্বতন্ত্র ব্যানারে এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন। স্থানীয় সংসদ সদস্য জাপার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ্ব সেলিম উদ্দিন পৌরসভার কাংখিত উন্নয়নের লক্ষ্যে জাতীয়পার্টি সমর্থিত মেয়র প্রার্থীকে ভোট দেওয়ার জন্য সভা সমাবেশে বক্তব্য দিচ্ছেন। তবে এখনও জাতীয়পার্টির প্রার্থী কে তার নাম উচ্চারন করেননি এম.পি সেলিম উদ্দিন। স্বতন্ত্র প্রার্থী হিসাবে প্রচারনা চালাচ্ছেন, দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদক কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ হান্নান ও মোঃ তাজ উদ্দিন। তবে শেষ পর্যন্ত আওয়ামীলীগ ও বিএনপি এবং জাপা থেকে মেয়র পদে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসাবে অনেক নেতা প্লাটফর্ম গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে কানাইঘাট নিউজকে জানিয়েছেন। অপরদিকে ৯টি ওয়ার্ডে কাউন্সিাল পদে আওয়ামীলীগ, বিএনপি, জামায়তা, জাপা সহ ছোট খাট রাজনৈতিক দলের একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে কাজ করে যাচ্ছেন। অনেকের ডিজিটাল সাইনবোর্ড, পোস্টার পৌর শহরে শোভা পাচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়