Wednesday, July 1

রম্য:তাহলে এক হালি ডিম ফাটিয়ে দাও


কানাইঘাট নিউজ ডেস্ক: ১. রাতুল : জানিস আমাদের নতুন বাড়িতে বাবা তিনটা সুইমিং পুল বানিয়েছে। রাব্বি : তাই নাকি! রাতুল : হ্যাঁ, একটা সুইমিং পুল গরম পানির, একটা ঠাণ্ডা পানির, আরেকটা পানি ছাড়া। রাব্বি : সে কী! যার ঠাণ্ডা লাগবে সে গরম পানির পুলে আর যার গরম লাগবে সে ঠাণ্ডা পানির পুলে সাঁতার কাটবে, এ পর্যন্ত না হয় বুঝলাম। কিন্তু পানি ছাড়া সুইমিং পুল কী জন্য? রাতুল : যারা সাঁতার জানে না তাদের জন্য! ২. পরীক্ষার হলে পরীক্ষক এসে ছাত্রদের জিজ্ঞেস করলেন, 'কী, প্রশ্ন কেমন হয়েছে?’ ছাত্রদের মধ্য থেকে একজন বলল, 'স্যার এত কঠিন প্রশ্ন হয়েছে যে উত্তর দিতে গিয়ে বারোটা বেজে যাবে।' স্যার না বুঝে বললেন, 'তাতে তো কোন সমস্যা নেই। তোমাদের খাতা নেওয়া হবে একটার সময়।' ৩. শিক্ষক ছাত্রকে প্রশ্ন করছেন। শিক্ষক : বলতো ঘুম পেলে আমরা বিছানায় যাই কেন? ছাত্র : কারণ ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসে না। ৪. ছোটন : আচ্ছা বাবা তুমি কী অন্ধকারে সই করতে পারো? বাবা : হ্যাঁ, পারি তো। ছোটন : তাহলে অন্ধকারেই আমার রেজাল্ট কার্ডে একটা সই করে দাও না! ৫. ক্রেতা : ডিমের হালি কতো? বিক্রেতা : পঁচিশ টাকা। তবে ফাটাগুলো পনের টাকা। ক্রেতা : ঠিক আছে, এক হালি ডিম ফাটিয়ে দাও।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়