Wednesday, July 1

আমিরাতে শুরু হচ্ছে 'তেলাওয়াতে কোরআন' প্রতিযোগিতা


অনলাইন ডেস্ক: আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'আরাফ-ফাহাদ তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতা' ২০১৫। শুধুমাত্র ৮ থেকে ১৪ বছর বয়সি বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলে জানিয়েছে প্রতিযোগিতার পরিচালনা পরিষদ। আহাদ ফাউন্ডেশন ও আল বোরাক রেডিমেইড গার্মেন্টস এলএলসি আয়োজিত তেলাওয়াতে কোরআন প্রতিযোগিতার নিবন্ধন চলবে আগামী ৩ জুলাই শনিবার পর্যন্ত। প্রতিযোগিদের প্রাথমিক বাছাই ৪ থেকে ৬ জুলাই ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ জুলাই বুধবার। প্রতিযোগিতার দুই পরিচালক ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ ও মাজহারুল ইসলাম মাহবুব জানান, 'তেলাওয়াতে কোরআন' প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টের হল রুমে। নিবন্ধন করতে পাসপোর্ট ও আইডি কার্ডের ফটোকপিসহ ২ কপি ছবি জমা দিতে হবে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারীরা প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন। বিজয়ী প্রথম তিন জনকে গোল্ড মেডেল ও সার্টিফিকেট সহ প্রথম পুরস্কার পাঁচ হাজার দিরহাম, দ্বিতীয় পুরস্কার তিন হাজার, তৃতীয় পুরস্কার দুই হাজার দিরহাম এবং চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রতিজনকে পাঁচশ দিরহাম করে প্রদান করা হবে। প্রতিযোগিতা সুষ্ঠু পরিচালনার জন্য একটি উৎযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলহাজ্ব এম এ বাশারকে আহ্বায়ক, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহীদুল ইসলাম, জহিরুল ইসলাম, ইসমাঈল গণি ও আলহাজ্ব মোস্তফা মাহমুদকে যুগ্ন আহ্বায়ক, যোগাযোগ ও সার্বিক সহযোগিতায় মাহবুবুর রহমান, জাহাঙ্গীর আলম, আলহাজ্ব এমদাদ হোসেন ও শাহ মোহাম্মদ মাকসুদ এবং রফিকুল্লাহ গাযালীকে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব দেয়া হয়েছে ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়