Tuesday, July 7

কানাইঘাটে জেলা বিএনপির আহবায়ক এডভোকেট নুরুল হক! ঈদের পর খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পতনের আন্দোলন


নিজস্ব প্রতিবেদক: সিলেট জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পিপি এডভোকেট নুরুল হক বলেছেন জালিম শাহী ভোটার বিহীন নির্বাচিত বর্তমান অবৈধ সরকারের বিরুদ্ধে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুণরুদ্ধার আন্দোলন চলবে। কারারুদ্ধ জুলুম নির্যাতন নিপীড়ন ও বাক স্বাধীনতা হরণ করে আন্দোলন সংগ্রাম থামানো যাবে না। ঈদের পর সরকার পতনের যে আন্দোলন শুরু হবে সেই সংগ্রামে দেশপ্রেমিক জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের বিশ্বাসী, সবাইকে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান তিনি। এডভোকেট নুরুল হক মঙ্গলবার বিকেল ৫টায় স্থানীয় ইউনিক কমিউনিটি সেন্টারে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল এবং উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা আহমদ সিদ্দিকী দুদু মিয়ার স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা বিএনপির সভাপতি চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি কাউন্সিলার হাজী শরিফুল হকের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, কানাইঘাট পৌর বিএনপির সাবেক সভাপতি হাজী ইফজালুর রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, কানাইঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, জকিগঞ্জ উপজেলার বিএনপির সভাপতি হেলাল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন সেলিম, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম, সহ সভাপতি ডাঃ আব্দুস শহিদ সিকদার, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ডাঃ মানিক মিয়া, বানীগ্রাম ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী, মখলিছুর রহমান মেম্বার, আব্দুল মতিন শিকদার। বক্তব্য রাখেন, বিএনপি নেতা মোহাম্মদ আলী মেম্বার, কাওছার আহমদ, কামাল উদ্দিন, তাজ উদ্দিন, নুর আহমদ, সিদ্দেক আহমদ, কুতুব মেম্বার, আব্দুর রব, ডাঃ ইয়াকুব আলী, আব্দুন নুর, নজরুল ইসলাম, সেলিম উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফ উদ্দিন, নজরুল ইসলাম সহ যুবদল, শ্রমিকদল, ছাত্রদল ও কৃষকদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া ইফতার মাহফিলে ২০ দলীয় জোটের শরিকদল জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলকে ঘীরে দীর্ঘদিন পর মামলা, হামলায় বিপর্যস্ত বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী একত্রিত হন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়