Wednesday, July 1

ডিজনিল্যান্ডে নিষিদ্ধ সেলফি স্টিক


কানাইঘাট নিউজ ডেস্ক: ওয়াল্ট ডিজনি কর্তৃপক্ষ তাদের সকল থিম পার্কে সেলফি স্টিক নিষিদ্ধ করেছে। নিরাপত্তার দিক বিবেচনা করে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। শুরুতে শুধু রাইডে স্টিক নিষিদ্ধ করা হয়। পরে পার্কে স্টিক নিয়ে প্রবেশ করার উপর নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। প্রথমে নিউ ইয়র্কের ডিজনিল্যান্ডে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। পরে প্যারিস ও হংকং ডিজল্যান্ডেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞার কারণে এখন থেকে পর্যটকদের থিম পার্কগুলোতে সিকিউরিটি চেকের সময় সেলফি স্টিক জমা দিয়ে ঢুকতে হবে। এ ব্যাপারে ডিজনির এক প্রতিনিধি বলেন, সেলফি স্টিকের মতো এক্সটেনশন পোলগুলো অতিথি ও কলা-কুশলীদের নিরাপত্তার জন্য চিন্তার কারণ হওয়ায় তা নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরও জানান, স্টিকগুলো টেনে লম্বা করার কারণে তা পর্যটকদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এসব স্টিক সাইডের সঙ্গে লেগেও দুর্ঘটনা ঘটাতে পারে। উল্লেখ্য, চলতি মাসে বার্ষিক ‘ডাব্লিউডাব্লিউডিসি ডেভেলপারস কনফারেন্সে’ প্রযুক্তি জায়ান্ট অ্যাপলও সেলফি স্টিক নিষিদ্ধ করে। এছাড়াও বেশ কিছু ফুটবল ক্লাবেও এই স্টিক নিয়ে প্রবেশ করা নিষিদ্ধ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়