Wednesday, July 1

বিমান ভ্রমনে কিছু পরামর্শ


কানাইঘাট নিউজ ডেস্ক: দেশে কিংবা বিদেশে ব্যক্তিগত বা অফিসিয়াল কারণে আমাদের প্রায়ই চড়তে হচ্ছে বিমানে। তবে আকাশপথের এ যাত্রা কিভাবে সহজ এবং সুন্দর করা যায় সে বিষয়ে অনেকেই থাকেন অসেচতন। এ বিষয়ে রইলো কিছু পরামর্শ : বিমানে উঠে আপনার প্রথম কাজ সঙ্গে ক্যারি করা লাগেজগুলোতে ঠিকানা লাগানো। এক্ষেত্রে বড় লাগেজগুলো সিটের উপরের লকারে রাখুন। ছোট লাগেজগুলো সামনের সিটের নিচে রাখুন। আসনের মাঝের পথে লাগেজ ছড়িয়ে ছিটিয়ে রাখলে যাতায়াতে অসুবিধা হতে পারে। তাড়াতাড়ি প্লেন থেকে নেমে পড়বেন ভেবে লাগেজ কখনোই সামনের সারিতে রাখবেন না। আনার সিটটিকে আরামদায়ক করতে পেছনের দিকে যখন ধাক্কা দেবেন তখন খুব ধীরে কাজটি করবেন। যেন পেছনের আসনের কোনো ব্যক্তির আঘাত না লাগে। আপনি হয় তো নতুন পরিবেশে নতুন বন্ধু বানাতে পছন্দই করেন। কিন্তু সবাই যে আপনার কথা শুনতে পছন্দ করবে তা কিন্তু নয়। তাই অন্যের অবস্থাকে বিবেচনা করে তার সঙ্গে সেই মতো ব্যবহার করুন। সঙ্গে শিশু থাকলে আপেনাকে হতে হবে বাড়তি সতর্ক। কারণ অনেকেই শিশুদের কর্মকাণ্ডে বিরক্ত হন। তাই অন্য যাত্রীর কাছে শিশুকে যেতে না দেওয়াই ভালো। আসনের মাঝের পথে অযথা দাঁড়িয়ে থাকবেন না। যদি কেউ দাঁড়িয়ে থাকেন এবং এতে যদি আপনার অসুবিধা হয় তাহলে বিনয়ের সঙ্গে তাকে সরে যেতে বলুন। বিমানে কোনো কিছুর প্রয়োজন হলে এয়ারহোস্টেসকে ডাকুন। তিনিই বিমান ভ্রমণে আপনার সবচেয়ে কাছের মানুষ। তাই নির্দ্বিধায় যে কোনো সমস্যায় এয়ারহোস্টেসের শরণাপন্ন হোন। প্লেন থেকে নামার সময় দেখে নিন লাগেজ ঠিক মতো নিয়েছেন কি না। নামার সময় অযথা দরজার কাছে দাঁড়িয়ে না থেকে অন্যকে তাড়াতাড়ি নামার সুযোগ দিন। যদি আপনার সঙ্গে ভারী লাগেজ থাকে তবে আগে অন্যদের নামতে দিয়ে, পড়ে নামুন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়