Thursday, July 2

ভোটারতালিকা হালনাগাদ শুরু ২৫ জুলাই থেকে


কানাইঘাট নিউজ ডেস্ক: সারাদেশে ভোটারতালিকা হালনাগাদ কাযক্রম ২০১৫-১৬ আগামী ২৫ জুলাই শুরু হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম। এসময় ১৫ থেকে ১৭ বছর বয়সী নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসি যুগ্ম-সচিব জেসমীন টুলী, গণসংযোগ বিভাগের পরিচালক এসএম আসাদুজ্জামান প্রমুখ। সিরাজুল ইসলাম বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে প্রথমে ২০০০ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী সব নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে। এ তথ্য সংগ্রহের কাজ চলবে ৩ পর্যায়ে। প্রথম পর্যায়ে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট, দ্বিতীয় পর্যায়ে ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট এবং তৃতীয় পর্যায়ে ৭ সেপ্টেম্বর ২২ সেপ্টেম্বর পর্যন্ত এ তথ্য সংগ্রহের কাজ চলবে।’ তিনি জানান, ‘নাগরিকদের নিবন্ধন কার্যক্রম হবে দুই স্তরে। এর মধ্যে প্রথম স্তরে ১৯৯৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী নাগরিকের নিবন্ধন হবে তিন পর্যায়ে। প্রথম পর্যায়ে ১১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর, দ্বিতীয় পর্যায়ে ৩ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর এবং তৃতীয় পর্যায় ৩০ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর। ইসি সচিব আরো জানান, নিবন্ধনের দ্বিতীয় স্তরে ১৯৯৮ সালের ২ জানুয়ারি থেকে ২০০০ সালের ১ জানুয়ারি পর্যন্ত জন্মগ্রহণকারী নাগরিকের নিবন্ধনও হবে তিন পর্যায়ে। প্রথম পর্যায় ২২ অক্টোবর থেকে ২ ডিসেম্বর, দ্বিতীয় ৪ ডিসেম্বর ২০১৫ থেকে ১৩ জানুয়ারি ২০১৬ এবং ১৫ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত তৃতীয় পর্যায় হবে। সিরাজুল ইসলাম বলেন, ‘ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম সম্পন্ন করতে ৫ হাজার ৪০০ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৬১ হাজার ৮০০ জনবল এ কাজে নিযুক্ত থাকবে। ২০০ টিমের মাধ্যমে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করা হবে। ৫০ হাজার তথ্য সংগ্রহকারী হিসেবে কাজ করবে। পুরো হালনাগাদ কার্যক্রম দেখাশুনা করবে ১০ হাজার সুপারভাইজার।’ হালনাগাদ কার্যক্রমে ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ভোটারতালিকা প্রণয়ন করা হয় ভোটারদের সঠিক তথ্য তুলে ধরার জন্য। আপনারা যারা এ কার্যক্রমে অংশগ্রহণ করবেন তারা নির্ভুল, সঠিক ঠিকানা ও তথ্য প্রদান করবেন। এর মাধ্যমে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র পাবেন। যা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ তিনি জানান, এ হালনাগাদ কার্যক্রমে ২ দশমিক ৫ শতাংশ হারে ৭২ লাখ নাগরিকের ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়