Monday, June 15

গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড


কানাঘাট নিউজ ডেস্ক: এক ঘণ্টায় ৪৯ হাজার ছয় শ ৭২টি গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করেছে ভুটানের একদল স্বেচ্ছাসেবক। তিন বছর আগে ভারতের গড়া রেকর্ড ভেঙে নতুন এই রেকর্ড গড়লেন তারা। ভুটানের সরকার বরাবরই পরিবেশ সংরক্ষণে গুরুত্ব দিয়ে আসছে। যেখানে ৭৫ শতাংশই বনভূমি। গাছ লাগানো কর্মসূচির আয়োজকদের একজন কারমা শেরিং বলেন- বিশ্ব রেকর্ডের ঘটনায় পুরো দেশ খুশি। এটাই প্রমাণ করে আমাদের তরুণ প্রজন্ম একটা পরিষ্কার ও সবুজ ভবিষ্যৎ চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুটানের গাছ লাগিয়ে বিশ্ব রেকর্ড করার বিষয়টি বেশ প্রশংসিত হচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট ভুটানের এই অর্জনের বিষয়টি উল্লেখ করেছে। স্বেচ্ছাসেবক দলের একজন শেরাব দর্জি জানান, তারা এক সপ্তাহ ধরে দ্রুত গাছ লাগানোর বিভিন্ন কৌশল চর্চা করেছেন। গাছ লাগানোর এই দলে এক শ স্বেচ্ছাসেবক অংশ নেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়