Thursday, June 11

আইন অমান্য করলেন সাব্বির


কানাইঘাট নিউজ ডেস্ক: বাংলাদেশ ওয়ানডে এবং টি-২০ দলে নিজের জায়গাটা প্রায় পাকা করে ফেলেছেন সাব্বির রহমান রুম্মান। আক্রমনাত্মক ব্যাটিং স্টাইলের কারণে এরই মধ্যে অনেকেরে নজরে এসেছেন তরুণ এই ডানহাতি অলরাউন্ডার। তবে সাব্বিরের পারফরম্যান্সের ধার আরও বৃদ্ধি করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে হাই পারফরম্যান্স (এইচ পি) ইউনিটের দলে রেখেছে। অথচ এইচপি দলে থাকা অবস্থায় বিসিবির কাছ থেকে অনুমতি না নিয়ে বগুড়া থেকে ঢাকায় এসে সেলিব্রেটি ক্রিকেটে অংশ নিয়েছেন সাব্বির। গত ৮ ও ৯ জুন মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে সেলিব্রেটি ক্রিকেট টুর্নামেন্ট। এ টুর্নামেন্টে ডানহাতি এই তরুণ অলরাউন্ডার সিম্ফনি অরেঞ্জ রকার্সের হয়ে খেলেছেন। কোনো রকম অনুমতি না নিয়ে খেলার জন্য সাব্বিরের কাছে ব্যাখা চেয়েছে বিসিবি। নিয়ম ভাঙার বিষয়টি প্রমাণিত হলে শাস্তির মুখেও পড়তে হতে পারে সাব্বিরকে। এদিকে গত সোমবার ও মঙ্গলবারের গভীর রাত পর্যন্ত চলে সেলিব্রেটি ক্রিকেট টুর্নামেন্ট। এ দু’দিনই তাকে ইনডোর স্টেডিয়ামে অরেঞ্জ রকার্সের হয়ে খেলতে দেখা গেছে। বিনোদন জগতের তারকাদের সঙ্গে সেলফি তুলতেও ব্যস্ত ছিলেন রুম্মান। ডানহাতি এই তরুণ অলরাউন্ডারের বিষয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাঈমুর রহমান দুর্জয় ইএসপিএন ক্রিকইনফোকে বলেন, ‘ঘটনাটি আমি জানতে পেরেছি। আমরা ওর কাছে ব্যাখ্যা চেয়েছি। সাব্বির আপাতত হাই পারফরম্যান্স দলে আছে, তবে সে বাংলাদেশের ওয়ানডে দলের একজন ক্রিকেটারও। ওর অবশ্যই অনুমতি নেয়া উচিত ছিল।’ বগুড়ায় এইচপি দলের ১০ ও ১২ তারিখে দুটি ওয়ানডে ম্যাচ ছিল। আর তাই এইচপির হয়ে প্রস্তুতি ম্যাচে খেলার জন্য মঙ্গলবার সকালে বগুড়া পৌঁছে রাতেই আবার ঢাকায় ফিরেছিলেন সাব্বির। রাত ৩টায় শুরু হওয়া ৬ ওভারের ম্যাচ শেষ হয় বুধবার ভোর ৪টায়। পরে আবার বগুড়া ফিরে যান সাব্বির। ক্রিকেটারদের আচারণবিধির ওপর অনেকটা কড়াকড়িভাবে নজর দিয়েছে বিসিবি। গত বছর সাকিব আল হাসানকে শাস্তি দিয়ে আচরণবিধি নিজেদের কঠোরতার প্রমাণও রেখেছে বিসিবি। আচরণগত কারণে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না। তাই এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সাব্বিরের ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে বিসিবি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়