Thursday, June 4

৩০ লাখ মুসলিমের বিজেপিতে যোগদান


আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশটির মুসলিম সম্প্রদায়ের প্রতি তাকে মুল্যায়নে তার কর্ম ও বাস্তব পদক্ষেপগুলোর বিবেচনার উপরই জোর দেওয়ার আহবান জানান। এ পরিপ্রেক্ষিতেই দেশটির বিভিন্ন প্রদেশ থেকে আসা প্রতিবেদনে দেখা গেছে, সম্প্রতি বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে ব্যাপক সংখ্যক মুসলিম ওই রাজনৈতিক দলটিতে যোগ দিয়েছেন। যদিও শুধু মোবাইলে মিসড কল গ্রহণের মাধ্যমে এই সদস্য সংগ্রহ অভিযান পরিচালিত হয়েছে তথাপি এতে মুসলিমদের পক্ষ থেকে নজিরবিহীন সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন বিজেপির কর্মীরা। সাম্প্রতিক সদস্য সংগ্রহ অভিযানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় ৩০ লাখ মুসলিম মোবাইলে মিসড কল দিয়ে বিজেপির সদস্য হয়েছেন বলে জানা গেছে। বিজেপির সংখ্যালঘু সেলের প্রধান রুমানা সিদ্দিকি দলে ৩০ লাখ মুসলিমের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এমনকি এই সবে মাত্র ২০১৩ সালে সাম্প্রদায়িক দাঙ্গায় আক্রান্ত মুজাফ্ফরনগর থেকেও ১৫ হাজার মুসলিম বিজেপিতে যোগ দিয়েছেন। বিজেপির জাতীয় সংখ্যালঘু সেলের প্রধান আব্দুল রশীদ আনসারি বলেছেন, বিজেপিতে মুসলিম সদস্য সংখ্যা ও শক্তি এখন আগের চেয়ে দ্বিগুন হয়েছে। অবশ্য এর আগে দলটিতে মুসিলমদের সংখ্যা বা শক্তি পরিমাপ করা হয় নি। দলটির সংখ্যালঘু সেল ভারতীয় বার্তা সংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে সদস্য সংগ্রহের যে পরিসংখ্যান সরবরাহ করেছে এতে দেখা গেছে, বিজেপি যে প্রদেশগুলোতে ক্ষমতায় রয়েছে সে প্রদেশগুলোতেই সবচেয়ে বেশি সংখ্যক মুসিলম দলটিতে যোগ দিয়েছে। বিজেপিতে যোগ দেওয়া এই ৩০ লাখ মুসলিম সদস্যের ৪ লাখেরই বসবাস মধ্যপ্রদেশে। গুজরাট থেকে যোগ দিয়েছেন ২ লাখ ৬০ হাজার, দিল্লি থেকে ২ লাখ ৫০ হাজার, পশ্চিমবঙ্গ থেকে ২ লাখ ৩০ হাজার ও উত্তর প্রদেশ থেকে ১ লাখ ৭৫ হাজার মুসলিম মোবাইলে মিসড কল দেওয়ার মাধ্যমে বিজেপিতে যোগ দিয়েছে। বিজেপির বর্তমান সদস্য সংখ্যা ১০ কোটি; যার মাত্র ৩ শতাংশ মুসলিম। তবে বিজেপি এর মুসলিম সদস্য সংখ্যার পরিমাণ ১০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা করছে। এছাড়া বিজেপির প্রতিটি মুসলিম সদস্যকে দলের একনিষ্ঠ কর্মীতে রুপান্তরের পরিকল্পনাও রয়েছে দলটির নেতৃবৃন্দের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়