Thursday, June 11

শিশুদের কল্যাণে ১১ লাখ রুপি দান মরিয়মের


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের মরিয়ম নামের এক শিশু পুরুস্কার হিসেবে পাওয়া ১১ লাখ রুপি শিশুদের কল্যাণে দান করে দিয়েছেন। হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ গীতা। তো এই ধর্মীয় বিষয়ে সাধারণ জ্ঞানের একটা প্রতিযোগিতা হয়। আর সেটা সবার জন্য উন্মুক্ত ছিল। তাই শিশু মরিয়মও এতে অংশ নেয়। গত জানুয়ারিতে ইসকনের আয়োজনে ভগবত গীতার ওপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিন হাজার শিশুর মধ্যে প্রথম হয় মুসলিম পরিবারের সন্তান মরিয়ম। আর এতে ঘোষিত ১১ লাখ রুপি ভাগ্যে জুটে যায় মরিয়মের। কিন্তু মরিয়ম সেটা নেয় না। সে ভারতের উত্তর প্রদেশ (ইউপি) সরকারের দেয়া ওই পুরস্কারের অর্থ ফেরত দিয়েছে। কথাটা অবাক করার মতো, তাই না? পুরস্কারের অর্থ ফেরত দিবে কেন? তবে এই সিদ্ধান্ত কোনো ধর্মীয় বিদ্বেষ বা অন্য কোনো কারণে নেয়নি মরিয়ম। স্কুল পড়ুয়া ১২ বছরের মরিয়ম ওই পুরস্কারের অর্থ অভাবগ্রস্ত শিশুদের কল্যাণে ব্যয় করার জন্য ফিরিয়ে দিয়েছে। এ ব্যাপারে মরিয়ম জানায়, সে গরীব-অভাবগ্রস্থ শিশুদের পড়ালেখা নিশ্চিতকরণের মিশনে আছে। নিজেকে সে শান্তির দূত মনে করে। শিশু মরিয়ম বলে, আমার পরিবারকে আল্লাহ সবকিছু দিয়েছেন। কিন্তু অনেক শিশু আছে যারা আমার মতো কোনো কিছু পায় না। তাই আমার পুরস্কারের অর্থ তাদের জন্য দান করলাম। ইউপি সরকার অভাবগ্রস্ত পরিবারের শিশুদের কল্যাণে এ টাকাগুলো ব্যয় কারবে'। মুম্বাইয়ের কসমোপলিটান হাইস্কুলের শিক্ষার্থী মরিয়ম ধর্মীয় বিষয়ে বেশ আগ্রহী। সে বলে, 'যখনই আমি সময় পাই, বিভিন্ন ধর্ম প্রসঙ্গে পড়তে লেগে যাই। যখন আমার শিক্ষক এই প্রতিযোগিতা সম্পর্কে আমাকে জানান, তখন আমার মনে হলো, গীতা বোঝার এটাই উপযুক্ত সুযোগ'। গরীব শিশুদের কল্যাণে পুরস্কারের টাকা দিয়ে দেয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মরিয়ম বলে, 'ভাগ্য বদলের একমাত্র রাস্তা হচ্ছে শিক্ষা। ইউপি সরকারের দেয়া সম্মাননা আমার জন্য সৌভাগ্যের প্রতীক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়