Friday, June 12

ফতুল্লায় আজও বৃষ্টির সম্ভাবনা


ঢাকা : প্রথম দিনে খেলা হয়েছে মাত্র ৫৬ ওভার। গতকাল পুরোদিনের খেলাই পরিত্যক্ত হযেছে বৃষ্টির কারণে। আগামী ক’য়কদিনের আবহাওয়ার খবরেও কোনো সুখবর নেই। আবহাওয়ার রিপোর্টে বলা হয়েছে, আজও ঢাকা ও তার আশেপাশে বৃষ্টির হওয়ার সম্ভাবনা ১০০ ভাগ। বাতাশে আর্দ্রতা থাকবে ৮৫ ভাগ। মানে আজও পুরো সময় খেলা হওয়ার সম্ভাবনা নেই। গতকাল প্রবল বৃষ্টিপাতের কারণে মাঠ খুব বেশী ভিজে ছিল। আজ সকালের দিক যদি বৃষ্টি হয় তাহলে পুরো দিনের খেলাই পরিত্যাক্ত হবে। আর আজ সকাল পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে খেলা যথাসমযে শুরু হবে। কিন্তু আবহাওয়ার রিপোর্টে বলা হচ্ছে, আজ বিকাল নাগাদ বৃষ্টি হবে। তাই ফতুল্লা টেস্টের ফল না হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশী। প্রথম দিনে ৫৬ ওভারে ভারত তাদের প্রথম ইনিংসে বিনা উইকেটে ২৩৯ রান করে। শেখর ধাওয়ান অপরাজিত আছেন ১৫০ রানে। একমাত্র টেস্টের পর ১৮ জুন ঢাকাতে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়