Friday, June 12

নতুন নিয়মে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আজ


কানাইঘাট নিউজ ডেস্ক: আজ শুক্রবার দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার নতুন নিয়মে নিবন্ধন প্রত্যাশীদের প্রথম প্রিলিমিনারী পরীক্ষা হতে যাচ্ছে। শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রার্থীদের অনলাইনে আবেদন করার পর প্রথম ধাপে ১ ঘণ্টার ১০০ নম্বরের নৈবিক্তিক প্রশ্নে বাছাই পরীক্ষা নেওয়া হচ্ছে। প্রিলিমিনারি পরীক্ষায় বা প্রথম বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে অনলাইনে পূরণ করা আবেদনপত্রের প্রিণ্ট কপির সঙ্গে শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদন যাচাই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীরা লিখিত পরীক্ষায় সুযোগ পাবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরই কেবল নিবন্ধন সনদ দেওয়া হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত স্কুল পর্যায়ের সহকারি শিক্ষক এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের প্রভাষক পদে নিবন্ধনের জন্য নৈবেক্তিক (প্রিলিমিনারি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেসরকারি স্কুল ও কলেজে শিক্ষক পদে নিয়োগপ্রত্যাশী পাঁচ লাখ ৩২ হাজার ৫২২ জন পরীক্ষার্থী অংশ নিবেন। এরমধ্যে স্কুল পর্যায়ে তিন লাখ ৫২ হাজার ১৩ জন ও কলেজ পর্যায়ে এক লাখ ৫০৯ জন পরীক্ষার্থী। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) জানিয়েছে, মনোনীত পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। প্রার্থীদের প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্রে নির্ধারিত সময়ে উপস্থিত হতে হবে। উল্লেখ্য, আগে একসঙ্গে চার ঘণ্টার নৈবেক্তিক ও লিখিত পরীক্ষা নেওয়া হতো। বিরতিহীনভাবে ১ ঘণ্টার প্রিলিমিনারি এবং ৩ ঘণ্টার বর্ণনামূলক পদ্ধতিতে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশ নিতে হতো প্রার্থীদের। নতুন নিয়মে এবার ১ ঘণ্টার প্রিলিমিনারি পরীক্ষা হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়