কানাইঘাট নিউজ ডেস্ক:
প্রায় তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাসকিন আহমেদকে। ইনজুরির কারণে বুধবার ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলতে পারেননি এই পেসার। তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলার ব্যাপারে আশাবাদী তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ও ৭ই জুলাই দু`টি টি-২০ খেলতে নামবে বাংলাদেশ। এবং তিনটি ওয়ানডে ১০, ১২ ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে। বর্তমানে তাসকিনের ইনজুরির যে অবস্থা, তাতে টি-২০ দু`টি যে খেলতে পারবেন না তা প্রায় নিশ্চিত। তবে ওয়ানডে সিরিজে হয়তো তাকে দেখা যেতেও পারে।
জাতীয় দলের ফিজিও বায়েজিদ ইসলাম খান জানান, এই ধরণের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে দুই থেকে চার সপ্তাহ সময় লাগে।
ইনজুরি নিয়ে তাসকিন বলেন, দ্বিতীয় ম্যাচে (ভারতের বিপক্ষে) বল করার সময়েই আমার শরীরের বাঁ পাশে ব্যথা অনুভব করি। তৃতীয় ম্যাচের আগে অনুশীলনে নতুন করে ব্যথা পাই। ফিজিও তাড়াতাড়ি আমার এমআরআই করিয়েছে। তবে আশা করছি দ্রুত ফিট হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে খেলতে পারবো।
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়