Wednesday, June 10

এখন তেভেজকে চায় অনেকেই


খেলাধুলা ডেস্ক : ম্যানচেস্টার সিটিতে কোচ রবার্তো মানচিনির সঙ্গে ঝামেলা আর কোপা আমেরিকায় টাইব্রেকার মিসের পর জাতীয় দলে আর ডাক না পাওয়াতে ক্যারিয়ারে একরকম ধসই নেমেছিল কার্লোস তেভেজের। জুভেন্টাসে নিজেকে ফিরে পেয়েছেন, দল ভালো করায় দলবদলের বাজারে চাহিদাও বেড়েছে। শোনা যাচ্ছে, এবারের দলবদলের মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদ কোচ এবং আর্জেন্টাইন ডিয়েগো সিমিওনে তেভেজকে তাঁর এক নম্বর টার্গেট ঠিক করেছেন! প্যারিস সেন্ত জার্মেই থেকেও নাকি বছরে ১২ মিলিয়ন ইউরোর প্রস্তাব আছে, ওদিকে বোকা জুনিয়রস থেকেও নাকি তেভেজকে বলা হয়েছে, ‘দরজা সব সময় খোলা।’ জুভেন্টাসে চলতি চুক্তির মেয়াদ আর এক বছর বাকি তেভেজের। শুধু খেলোয়াড় নয়, কোচদেরও ভাগ্যের বেশ রদবদল ঘটছে ইতালিয়ান সিরি ‘এ’। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে রাফায়েল বেনিতেজ চলে যাওয়াতে ফাঁকা জায়গাটায় নাপোলির কোচ হিসেবে আসছেন মাউরিজিও সার‌্যি। সিরি ‘বি’র দল এম্পাওলিকে লিগ রানার্স আপ করে সিরি ‘এ’তে তোলার কৃতিত্ব দেখিয়েছেন তিনি। ফিওরেন্তিনা এবারের মৌসুমে লিগে হয়েছে চতুর্থ, ইউরোপা লিগেও খেলেছে সেমিফাইনালে। তবু কোচ ভিনসেনজো মনতেল্লাকে আর রাখছে না ফ্লোরেন্সের ক্লাবটি। ক্লাবের প্রতি অশ্রদ্ধাপূর্ণ ও দ্বিধান্বিত আচরণের জন্যই কোচকে আর বহাল রাখছে না বলে একটি বিবৃতিতে জানিয়েছে ফিওরেন্টিনা কর্তৃপক্ষ। ইএসপিএনএফসি, এএফপি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়