Monday, June 15

'নিখোঁজ' ৩ ছাত্রদল নেতার ‘সন্ধান’ লাভ


নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের 'নিখোঁজ' সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ তিন নেতার সন্ধান পাওয়া গেছে। সোমবার বিকেল চারটা ৪০ মিনিটের দিকে তাদের ফরিদপুর কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব। ছাত্রদলের অন্য দুই নেতা হলেন- বাবু ও জনি। তবে তাদের বিস্তারিত নাম-পদবি জানা যায়নি। চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার পরিবর্তনকে বলেন, "খোকনসহ ছাত্রদলের তিনজন নেতাকে ফরিদপুর কোতোয়ালি থানায় রাখা হয়েছে। আমরা তাদের বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।" এর আগে গতকাল রবিবার রাতে গুলশান কার্যালয়ে এসে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাথে দেখা করেন খোকনের স্ত্রী ও স্বজনেরা। উল্লেখ্য, খোকনকে গত ৬ মার্চ রাতে সাদা পোশাকে আইন প্রয়োগকারী সংস্থার পরিচয়ে আদাবরের বায়তুল আমান হাউজিংয়ের ১৬ নম্বর সড়কের ৬৮১/এ বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। সন্ধান না পেয়ে তার স্ত্রী থানায় জিডি করতে গেলে নিখোঁজ হিসেবে জিডি রাখা হয়। যার নম্বর ৩১৫।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়