Tuesday, June 16

ভূমিকম্পে সরে গেছে হিমালয়



কানাইঘাট নিউজ ডেস্ক: গত এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্পের জেরে দক্ষিণপশ্চিমে ৩ সেন্টিমিটার সরে গেছে বিশ্বের সর্বচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মঙ্গলবার এই খবর প্রকাশ করল চিনের স্টেট মিডিয়া। গত ২৫ এপ্রিল ৭.৯ মাত্রার এই ভূমিকম্প এভারেস্টের এ হাল হয়েছে বলে জানিয়েছে চিনের ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেশন অফ সার্ভেইং, ম্যাপিং অ্যান্ড জিও ইনফরমেশন। গত এক দশকে প্রাকৃতিকভাবে বছরে ৪ সেন্টিমিটার করে উত্তরপূর্বে ৪০ সেন্টিমিটার সরে গিয়েছিল মাউন্ট এভারেস্ট। এই সময়ে এভারেস্টের উচ্চতাও তিন সেন্টিমিটার বেড়েছে। নেপালের গত ২৫ এপ্রিলের ভূমিকম্পের জেরে ধস নামে এভারেস্টে। প্রাণ যায় অন্তত ১৮জন পর্বতারোহীর। ধ্বংস হয়ে যায় ক্লাইম্বিং বেস ক্যাম্প। যে কারণে এ বছর নেপাল ও চিন উভয়দেশের কর্তৃপক্ষ সমস্ত এভারেস্ট অভিযান বাতিল করে দিয়েছে। চিন-নেপাল সীমান্তেই অবস্থান পৃথিবীর শীর্ষ এ শৃঙ্গের। ২৫ এপ্রিল ও ১২ মে-এ, এই দু'দিনের ভূমিকম্পে নেপালে মারা গেছেন অন্তত ৮,৭০০ জন। যত্রতত্র ধস নেমেছে, ধূলিস্যাৎ হয়েছে ৫০ হাজার বাড়ি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়