Monday, June 1

কলকাতা-ঢাকা-আগরতলা-বাস-চলাচল-শুরু


ঢাকা: কলকাতা থেকে আগরতলার হাজার কিলোমিটার দূরত্ব কমিয়ে দিতে বাস চলাচল শুরু হয়েছে। সোমবার সকাল ১০টায় কলকাতা থেকে ঢাকা হয়ে আগরতলা রুটে পরীক্ষামূলক এই বাস চলাচল শুরু হয়। পশ্চিমবঙ্গের পরিবহন দফতরের প্রধান সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই পরীক্ষামূলক বাসযাত্রার সূচনা করেন। সূত্র জানায়, কলকাতা থেকে আগরতলার দূরত্ব এক হাজার ৬৫০ কিলোমিটার। সেখানে ঢাকা হয়ে চলাচল করলে দূরত্ব দাঁড়ায় মাত্র ৫১৩ কিলোমিটার। এদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে কথা বলে কলকাতা-ঢাকা-আগরতলা রুটের পরীক্ষামূলক যাত্রা শুরু করা হল। আগামী ৪ জুন নবান্ন থেকে যাত্রীবোঝাই একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। পরদিন আগরতলার পথে রওয়ানা হবে বাসটি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়