আন্তর্জাতিক ডেস্ক, কানাইঘাট নিউজ:
মিশরের একটি আদালত দেশটির সাবেক ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে একটি গণ জেল ভাঙ্গা মামলায় দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছে। গত মে মাসে জারি করা ওই রায়টি দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ গ্র্যান্ড মুফতির সঙ্গে পরামর্শের জন্য প্রথমে স্থগিত রাখা হয়েছিল। পরে গ্র্যান্ড মুফতির পরামর্শক্রমে ওই রায় আজ বহাল রাখার আদেশ দেয় আদালত।
মুসলিম ব্রাদারহুডের সর্বোচ্চ নেতা মোহাম্মদ বাদিয়িসহ দলটির আরো পাঁচ নেতার বিরুদ্ধেও মৃত্যুদন্ডের রায় বহাল রাখা হয়েছে। এছাড়া আরো ১০১ জনকে তাদের অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
২০১১ সালে মুরসি কায়রোর ওয়াদি নাতরুন জেল ভেঙ্গে পলায়ন করেন। এরপর বিদেশি জিহাদিদের সঙ্গে মিলে দলের অন্যান্য সদস্যদেরকেও মুক্ত করার জন্য একটি ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
২০১১ সালে মিশরে এক গণবিদ্রোহে ৩০ বছর ধরে ক্ষমতায় থাকা দেশটির সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতন ঘটে। এরপর ২০১২ সালের নির্বাচনে জয়ী হয়ে মুরসি দেশটির প্রেসিডেন্ট হন। কিন্তু মাত্র এক বছর পরই ২০১৩ সালের জুনে এক সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন তিনি।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়