Thursday, June 11

কানাইঘাটে রাস্তা সংস্কার এর দাবীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট পৌর এলাকা সহ উপজেলার জনগুরুত্বপূর্ণ রাস্তাগুলোর দ্রুত সংস্কারের দাবীতে কানাইঘাট উপজেলা শাখা ‌‍"বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার" উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী বৃহস্পতিবার বিকেল ৫টায় কানাইঘাট বাজার পৌর পয়েন্টে অনুষ্ঠিত হয়। উক্ত মানবন্ধন কর্মসূচীতে একাত্মতা প্রকাশ করে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নেতৃবৃন্দ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি শিহাব বিন আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তারা বলেন, সারাদেশে বর্তমান সরকার রাস্তাঘাটের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করায় দেশবাসী এর সুফল পাচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে কানাইঘাটের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোর সংস্কার ও উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে না আসায় বর্তমানে জনদুর্ভোগ চরম আকার ধারন করেছে। রাস্তা-ঘাটে জানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে করে স্থানীয় ভাবে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। এজন্য সড়ক ও জনপথ এবং এলজিইডি কর্তৃপক্ষের চরম ব্যর্থতাকেও দায়ী করা হয়। অবিলম্বে পৌর এলাকা সহ উপজেলার ব্যস্ততম রাস্তাগুলোর সংস্কারে প্রদক্ষেপ গ্রহণ করার জন্য, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও সড়ক ও সেতুমন্ত্রী উবায়দুল কাদেরকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, পৌর আ’লীগ নেতা নজরুল ইসলাম, যুবলীগ নেতা হারিছ উদ্দিন, ছাত্রলীগ নেতা মাহফুজ সিদ্দিকী, দেলোয়ার হোসেন, আখতার হোসেন, রিজবী আহমদ, শিশির আহমদ, আরিফ আহমদ, আফসার আলম, শাহ আলম, বঙ্গবন্দু শিশু কিশোর মেলার সাংগঠনিক সম্পাদক সারওয়ার হোসেন, আফজল হোসেন, রেজোয়ানুল হক, হারিছ আহমদ, রিয়াজ উদ্দিন, মারুফ, রুহিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়