Wednesday, June 24

'এবার বিদেশের মাটিতেও জিততে হবে বাংলাদেশকে'


কানাইঘাট নিউজ ডেস্ক: ঘরের মাটিতে জিম্বাবুয়ে, নিউজিল্যান্ড, পাকিস্তান ও ভারতকে এক প্রকার নাস্তানাবুদ করেই ছাড়ল টাইগার বাহিনী। তবে বিশ্ব ক্রিকেটে বড় দল হওয়ার জন্য বাংলাদেশকে বিদেশের মাটিতে আরো বেশি ম্যাচ জিততে হবে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ্রি বয়কট। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে বয়কট বলেন, দেশের মতো বিদেশের মাটিতেও সাফল্য পেতে হবে বাংলাদেশকে। বিশেষ করে টেস্টে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোকে যখন তাদের মাটিতে বাংলাদেশ হারাতে পারবে, তখনই ক্রিকেটের পরাশক্তি হিসেবে বিবেচিত হবে টাইগাররা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জিওফ্রি বয়কট আরও বলেন, ওয়ানডের মত টেস্ট ক্রিকেটেও বাংলাদেশকে আরো উন্নতি করতে হবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়