Thursday, June 11

যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী


কানাইঘাট নিউজ ডেস্ক: ছয় দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন তিনি। ভারতের সঙ্গে স্থলসীমা চুক্তির বাস্তবায়নসহ বিভিন্ন অর্জনের জন্য আগামী ১৪ জুন লন্ডনে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন বলে জানিয়েছেন শামীম চৌধুরী। শামীম চৌধুরী জানান, শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। আগামী বুধবার লন্ডন থেকে দেশের উদ্দেশে প্রধানমন্ত্রী রওনা হবেন। বৃহস্পতিবার দেশে পৌঁছাবেন তিনি। বঙ্গবন্ধুর দৌহিত্রী ও প্রধানমন্ত্রীর ভাগনি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ার পর এটাই শেখ হাসিনার প্রথম লন্ডন সফর। ওই নির্বাচনে টিউলিপ ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী এবং রূপা হকও ব্রিটিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়