Saturday, June 13

অস্তিত্বই যদি হুমকিতে পড়ে, এই পরমাণু অস্ত্র দিয়ে কী করব?


কানাইঘাট নিউজ ডেস্ক: মিয়ানমারের অভ্যন্তরে জঙ্গি আস্তানায় সম্প্রতি ভারতের পরিচালিত কমান্ডো অভিযানের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বলেছেন, 'আমরা শবেবরাতে ফাটানোর জন্য পরমাণু বোমা বানাইনি। এই অস্ত্র দেশের নিরাপত্তা রক্ষার জন্যই বানিয়েছি। আমরা আমাদের পরমাণু ক্ষমতার ব্যবহার করতে চাই না। কিন্তু যদি আমাদের অস্তিত্বই হুমকিতে পড়ে, তবে এই পরমাণু অস্ত্র দিয়ে কী করব? এখন আমি যদি চৌধুরী সুজাতের মতো করে বলি, আমরা কি শবেবরাতে ফাটানোর জন্যই পরমাণু অস্ত্র বানিয়েছি?' গত বৃহস্পতিবার এক টেলিভিশন অনুষ্ঠানে এসব কথা বলেন মোশাররফ। তিনি প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে সাধ্যমতো জবাব দেওয়ার আহ্বান জানান। সাবেক এই সেনাশাসক বলেন, 'আমাদের আক্রমণ করবেন না, আমাদের ভূখণ্ডের অখণ্ডতা নিয়ে চ্যালেঞ্জ করবেন না। আমরা ছোট নই, আমরা বড় ও পরমাণু শক্তিধর। আমাদের ধাক্কা দেবেন না।' প্রসঙ্গত, গত ৯ জুন রাতে মিয়ানমারের ভূখণ্ডে বিশেষ কমান্ডো অভিযান চালায় ভারত। ভারতীয় সেনারা হেলিকপ্টার গানশিপ নিয়ে মিয়ানমারে ঢুকে দুটি বিদ্রোহী ঘাঁটিতে অভিযান চালায়। ওই হামলার পর ভারতের তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী রাজ্যবর্ধন রাঠোর বলেন, হুমকি দেখা দিলে ভারত যেকোনো সময় যেকোনো দেশে হামলা চালাবে। তাঁর এ বক্তব্যের পর পাকিস্তানের রাজনীতিকরা তীব্র প্রতিক্রিয়া দেখাতে থাকেন। সূত্র : দ্য হিন্দু।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়