Friday, June 12

কানাইঘাটে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ! আহত ৮


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সদর ইউপির ভাটিদিহি গ্রামে শুক্রবার সকাল অনুমান সাড়ে ১১টায় গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক বৃদ্ধাকে গুরুতর অবস্থায় সিলেট ওমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাটিদিহি গ্রামের হাজী সিরাজুল হক ও আব্দুর রহিম গংদের মধ্যে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে এই নিয়ে গ্রামে দু’পক্ষকে নিয়ে মুরব্বীয়ানরা সালিশ বৈঠক বসেন। সালিশ বৈঠক শেষ হওয়ার পর সকাল অনুমান সাড়ে ১১টার দিকে বৃদ্ধ আব্দুর রহিম (৮০) ভাটিদিহি যাত্রী ছাউনিতে অবস্থান করলে প্রতিপক্ষ হাজী সিরাজুল হক (৭০) গংরা আব্দুর রহিমের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে এতে আব্দুর রহিম ও তার পরিবারের সদস্য কামরুল ইসলাম (২২) তাজ উদ্দিন (৩৪) জয়নাল (২৮) নিজাম আহমদ (৪০) এবং পক্ষের হাজী সিরাজুল হক ও নিজাম উদ্দিন আহত হন। আহতদের মধ্যে বৃদ্ধ আব্দুর রহিমকে আশংকা জনক অবস্থায় সিলেট ওমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কানাইঘাট থানায় দুই পক্ষ পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়