Wednesday, June 10

লে. জেনারেল শফিউল নতুন সেনাপ্রধান


ঢাকা: লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো. শফিউল হক বাংলাদেশের সেনাবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন সেনা প্রধানের নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। সূত্র জানায়, নতুন সেনাপ্রধান লে. জেনারেল আবু বেলাল মো. শফিউল হক ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এর চাচাতো ভাই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম জানান, আগামী ২৬ জুন থেকে লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো. শফিউল হক সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার স্থলাভিষিক্ত হবেন। নতুন সেনাপ্রধান ১৯৫৮ সালের ডিসেম্বরে জন্মগ্রহণ করেন। ১৯৭৮ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে আর্মার্ড করপস্ এ কমিশন লাভ করেন তিনি। মিলিটারি একাডেমিতে অসামান্য কৃতিত্বের জন্য তিনি তার ব্যাচে সেরা অল রাউন্ডার ক্যাডেট হিসেবে স্বীকৃতি লাভ করেন এবং সোর্ড অব অনারের পুরস্কার লাভ করেন। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব আর্টস এবং জাতীয় বিশ্ববিদ্যিালয় থেকে প্রতিরক্ষা বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল থেকে দর্শন বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক এর চাচাতো ভাই লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো. শফিউল এর আগে সেনাবাহিনীর পিন্সপাল স্টাফ এর দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়