Friday, June 26

কক্সবাজারে পাহাড় ধসে নিহত ৫


কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে পাহাড় ধসে তিন জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দু’জন নিখোঁজ রয়েছেন। এছাড়া সেন্টমার্টিন দ্বীপে দেয়ালচাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আয়েশা বেগম (৪৮) ও তার মেয়ে সাদিয়া (৮)। বাকীদের পরিচয় জানা যায়নি। স্থানীয় সূত্র জানায়, টানা বর্ষণের ফলে রামুতে পাহাড় ধসে পড়ে। এতে তিন জন নিহত হয়। মাটিচাপা পড়ে নিখোঁজ রয়েছেন দু’জন। তাদের উদ্ধারে কাজ করছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপে ভারী বর্ষণের ফলে পানি জমে দেয়াল ধসে যায়। এতে আয়েশা বেগম ও তার মেয়ে সাদিয়ার মৃত্যু হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দাকার আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া কক্সবাজার সদর উপজেলার পাহাড়তলী ও ঘোনারপাড়া এলাকায় পাহাড় ধসে ছয় জন আহত হয়েছেন। অন্যদিকে, টেকনাফের শাহপরীর দ্বীপে জোয়ার ও বৃষ্টির পানিতে ডুবে দু’জন নিখোঁজ রয়েছেন। জোয়ারের পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি ও গাছপালা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়