Thursday, June 11

গায়ক মিকা সিং গ্রেফতার


বিনোদন ডেস্ক: এক চিকিৎসককে চড় মারার অভিযোগে গ্রেফতার হলেন মিকা সিং। বুধবার এ অভিযোগে ‘জুম্মে কি রাত’, ‘সুবাহ হোনে না দে’ খ্যাত এ গায়ককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। এপ্রিলে একটি কনসার্টে তিনি ওই ব্যক্তিকে আঘাত করেন। খবর এনডিটিভি। শ্রীকান্ত নামের ওই চিকিৎসক দুই মাস আগে মিকার বিরুদ্ধে থানাং এফআইআর করেন। তার ভিত্তিতে বুধবার তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় ইন্দ্রপুরী পুলিশ স্টেশনে। ধারণা করা হচ্ছে মিকা শিগগিরই জামিন পাবেন। দিল্লির আম্বেদকার হসপিটালের অপথ্যালমোলজিক্যাল সোসাইটি এপ্রিলে আয়োজন করে ‘মিকা নাইট’। সেখানেই ঘটে এই বিপত্তি। অনুষ্ঠানের একটি ভিডিওতে দৃশ্যটি ধরাও পড়ে। সেখানে দেখা যায়, মিকা ওই চিকিৎসককে চড় মেরে নিরাপত্তাকর্মীদের হাতে তুলে দিচ্ছেন। মিকা অভিযোগ করেন, ওই চিকিৎসক মাতাল অবস্থায় আপত্তিকর অঙ্গভঙ্গি করছিলেন। অন্যদিকে শ্রীকান্ত এ অভিযোগ অস্বীকার করে জানান, তিনি শুধু গানের সঙ্গে তাল মিলিয়ে মঞ্চের সামনে নাচতেছিলেন। অনুষ্ঠানের আয়োজক ড. রাজেশ সিংহও একই কথা বলেন। মিকা তার সঙ্গীদের ওই চিকিৎসককে মঞ্চে তুলে আনতে বলেন এবং মারতে শুরু করেন। জনপ্রিয় এ পপ, র‌্যাপ ও ভাঙরা গায়ক ২০১৪ সালে ঢাকায়ও কনসার্ট করেছেন। মিকার অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— সিং ইজ কিং, তু মেরা হিরো, ইবনে বতুতা, ঢিঙ্কা চিকা, দেশী বিট, ম্যাড আই এ্যাম ম্যাড ও রাণী তু মে রাজা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়