Saturday, June 13

২৪ বছর পর পেনাল্টিতে চিলির গোল


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রথম কোপা আমেরিকা ট্রফির লক্ষ্যে শুরুটা ভালো ভাবেই করল চিলি। টুর্নামেন্টের ৯৯ বছরের ইতিহাসে চার বারের রানার্স চিলি প্রথম ম্যাচে ২-০ হারাল ইকুয়েডরকে। পেনাল্টি থেকে গোল করেন আর্তুরো বিদাল এবং এদুয়ার্দো বার্গাস। বিদালের গোলটি ১৯৯১ সালের পর কোপায় চিলির প্রথম পেনাল্টি থেকে গোল। ম্যাচ শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠান হয় চিলির রাজধানী সান্তিয়াগোর স্টেডিয়ামে। যদিও দক্ষিণ আমেরিকান ফুটবল সংস্থার কোনও বড় কর্তাকে দেখা যায়নি এই অনুষ্ঠানে। ফিফার কেলেঙ্কারিতে সংস্থার অনেকেই ফেঁসেছেন। সেই পরিস্থিতিতেই শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে পুরোনো মহাদেশীয় টুর্নামেন্ট। ইকুয়েডরের ডিফেন্সিভ ফুটবলের বিরুদ্ধে গোলের সন্ধান পেতেই সমস্যা হচ্ছিল চিলির। যদিও ম্যাচে প্রাধান্য ছিল আয়োজক দেশেরই। আক্রমণাত্মক পাসিং ফুটবল খেলতে থাকে চিলি। বিদালের সঙ্গে আর্সেনালের তারকা আলেক্সিস সাঞ্চেসের দারুণ বোঝাপড়াও চোখে পড়ে অ্যাটাকিং থার্ডে। কিন্তু ফিনিশিংটাই হচ্ছিল না তাদের। ইকুয়েডর ডিফেন্সিভ খেলে আটকে রাখছিল সাঞ্চেসদের। তাদের লক্ষ্য ছিল প্রতিআক্রমণ। চ্যাম্পিয়ন্স লিগ রানার্স জুভেন্তাসের তারকা বিদালকেই বক্সে ফাউল করা হলে পেনাল্টি পায় চিলি। ১-০ বিদালের কিকে। ম্যাচ শেষ হওয়ার মিনিট ছয়েক আগে সাঞ্চেসের পাস ধরে গোল করেন বার্গাস।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়