কানাইঘাট নিউজ ডেস্ক:
পাকিস্তানে আত্মঘাতী হামলা ও বন্দুকধারীদের গুলিতে ছয় পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর অভিযানে অন্তত ১০ বিদ্রোহী নিহত হয়েছে। পুলিশের সিনিয়র তত্ত্বাবধায়ক মিয়ান সাইদ ঘটনার সত্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার পৃথক এসব ঘটনা ঘটে।
ডন নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে পেশোয়ারের হায়াতাবাদে সীমান্ত পুলিশের উপ-কমান্ডারকে লক্ষ্য করে একটি আত্মঘাতী হামলা চালানো হয়। এতে দুই পুলিশ মারা যায়। এছাড়া ছয় পুলিশ সদস্য আহত হয়।
অপরদিকে, নিরাপত্তাবাহিনী উত্তর ওয়াজিরিস্তানের দাত্তাখেল এলাকায় অভিযান চালালে অন্তত ১০ বিদ্রোহী নিহত হয়। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
অন্যদিকে, কুয়েত্তার পশতুনাবাদে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় অন্তত চার পুলিশ নিহত হয়েছে। বৃহস্পতিবার টহলরত পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাতারি গুলি চালালে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে দুইজন মারা যায়।
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়