Tuesday, June 16

ঝিমুনি কাটাবে যে শরবত


কানাইঘাট নিউজ ডেস্ক: ঘুম ঘুম ভাব কাটাতে অনেকেই ঘুম থেকে উঠে চা পান করেন। কিন্তু চা আপনার একেবারেই পছন্দ নয়। ঝিমুনি কাটাতে বাধ্য হয়ে আপনাকেও খেতে হয় চা। এই সমস্যা কাটিয়ে উঠতে আপনি ঝটপট পান করতে পারেন শরবত। যদিও শরবতের কথা শুনলে আপনার মনে পড়ে মিষ্টি পানীয়র কথা৷ কিন্তু আদা ও কাঁচা মরিচ দিয়েও তৈরি করা যায় শরবত। যা আপনার ঘুম ঘুম ভাব সহজেই কেটে তুলবে। কেমনে বানাবেন এমন শরবত। উপকরণ: খোসা ছাড়ানো দুই সেন্টিমিটারের আদার টুকরো, দুটি খোসা ছাড়ানো শরবতি লেবু, বীজ ছাড়ানো অর্ধেক কাঁচা মরিচ, দুটি কমলা লেবু, একটি পাতিলেবুর রস৷

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়