Sunday, June 14

শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১৪০ নৌ সদস্য


কানাইঘাট নিউজ ডেস্ক: লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৬ (ইউনিফিল) এ যোগ দিতে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর ১৪০ সদস্যের প্রথম দলটি। রোববার সকালে জাতিসংঘের একটি উড়োজাহাজে দলটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এসময় চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম সিরাফুল্লাহ ও স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তারা লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানান। নৌ সদস্যরা লেবাননে নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূলে’ যোগ দেবেন। ২০১০ সালে প্রথমবারের মত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওসমান’ ও ‘মধুমতি’ ভূমধ্যসাগরে মাল্টি ন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সে আওতায় লেবাননে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। পরবর্তীতে ২০১৪ সালে জাহাজ দু’টির প্রতিস্থাপক হিসেবে বানৌজা ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ লেবাননে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত হয়। আগামী ২০ জুন দ্বিতীয় গ্রুপে আরও ১৪০ জন নৌ সদস্য লেবাননের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়