নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সদর ইউনিয়নের চটিগ্রামের হাজী মোঃ শাহজাহান (৬৫) নামের এক বৃদ্ধাকে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে জুতা পেটা ও শারিরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃদ্ধা শাহজাহান এলাকায় সামাজিক বিচার প্রার্থী হয়ে কোন প্রতিকার না পেয়ে কানাইঘাট থানায় বৃহস্পতিবার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র আলা উদ্দিন (৪০) ও মৃত হাজী মকবুল আলীর পুত্র আহমদ হোসেনের (৫০) সাথে বৃদ্ধা শাহজাহানের বিরোধ রয়েছে। এ নিয়ে বর্তমানে আদালতে মামলা মোকদ্দমা চলছে। এর জের ধরে গত ৩১/০৩/২০১৫ইং তারিখ অনুমান বিকেল ৭টার সময় বৃদ্ধা শাহজাহান ও তার পুত্র আম্বিয়া (২২) স্থানীয় ইটখলা নয়া বাজারে গেলে বিবাদী আলা উদ্দিন ও আহমদ হোসেন গংরা পিতা পুত্রের উপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর ও জুতাপেটা করে। এ ঘটনায় গ্রাম্য সালিশে বৃদ্ধা শাহজাহান বিচারপ্রার্থী হইলে বিবাদীগণ সালিশ বিচার প্রত্যাখান করে। নিরুপায় হয়ে বিচার না পেয়ে বৃদ্ধা শাহজাহান বৃহস্পতিবার কানাইঘাট থানায় বাদী হয়ে আলা উদ্দিন ও আহমদ হোসেনের বিরুদ্ধে সমূহ অভিযোগ এনে দরখাস্ত মামলা দায়ের করেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়