কানাইঘাট নিউজ ডেস্ক:
পশ্চিমবঙ্গে রেল সুরক্ষায় আধুনিক প্রযুক্তির ইঞ্জিন নির্মাণের কাজ শুরু হয়েছে। ছয় হাজার অশ্বশক্তির আধুনিক প্রযুক্তির এই ইঞ্জিনগুলিতে চালক যদি ঘুমিয়েও পড়েন, তাহলে কিছু দূর যাওয়ার পর ইঞ্জিন নিজে থেকেই বন্ধ হয়ে যাবে।
ইঞ্জিনগুলির গড় গতিও আগের থেকে বাড়বে বলে কর্তৃপক্ষের দাবি৷ এতদিন পাঁচ হাজার অশ্বশক্তির রেল ইঞ্জিন তৈরি করত চিত্তরঞ্জন। কিন্তু বকেয়া ছ’টি ইঞ্জিন নির্মাণের পর আরও শক্তিশালী রেল ইঞ্জিন তৈরি করবে এই সংস্থা।
সংস্থার জেনারেল ম্যানেজার সিপি তায়েল জানিয়েছেন, ‘কারিগরি কুশলতায় নতুন পদক্ষেপ নিচ্ছে রেল৷ এবার থেকে আইজিবিটি (ইনসুলেটর গেট বাইপোলার ট্রানজিস্টার ) কারিগরিতে ইঞ্জিন তৈরি হবে। ’ এই রেলের বগিগুলিতে সরাসরি ইঞ্জিন থেকে বিদ্যুৎ আসবে বলে জানান তায়েল। আগে ট্রেনের কামরাগুলির নীচে বিদ্যুৎ তৈরি হত।
এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের খরচেও সাশ্রয় হবে৷ ইঞ্জিনগুলি ১৬০ কিমি পর্যন্ত গতিতে চলতে পারবে বলে রেল সূত্রে জানানো হয়েছে৷ ইঞ্জিনগুলি তৈরিতে খরচ পড়বে প্রায় ১৪ কোটি টাকা৷ তবে আরও উচ্চ ক্ষমতার রেল ইঞ্জিন তৈরি করবে চিত্তরঞ্জন৷ ন ’হাজার অশ্বশক্তির ওই ইঞ্জিন নির্মাণের টেন্ডার ইতিমধ্যে আহ্বান করা হয়েছে।
খবর বিভাগঃ
দেশের বাইরে
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়