Saturday, June 13

মিয়ানমারে মুসলিম গণহত্যার প্রতিবাদে কানাইঘাটে জমিয়তে তালাবার মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্বিচারে গণহত্যা বন্ধের দাবীতে মুসলিম উম্মাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শনিবার বিকাল ৪টায় কানাইঘাট বাজার পৌর পয়েন্টে জমিয়তে তালাবা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টা ব্যাপী মানববন্ধনে কৌমি মাদ্রাসার ছাত্র, শিক্ষক ছাড়াও সর্ব স্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি মাওঃ ক্বারী মাসুক আহমদের সভাপতিত্বে এবং মাও. হা. ইমদাদুল্লাহ মারজানের পরিচালনায় মানবন্ধনে বক্তারা বলেন, মিয়ানমারে মুসলমানদের উপর সে দেশের রাষ্ট্রীয় বাহীনি ও বৌদ্ধ ভিক্ষুকরা মিলে হত্যাযজ্ঞ অব্যাহত রাখলেও জাতি সংঘ ও বিশ্ব সম্প্রদায় নীরব ভূমিকা পালন করছে। এমতাবস্থায় রোহিঙ্গা মুসলমানদের রক্ষা করতে ইমানী চেতনা নিয়ে মুসলিম উম্মাকে এগিয়ে আসতে হবে। সেই সাথে বাংলাদেশের জাতীয় সংসদে রোহিঙ্গা মুসলমানদের উপর দমন নিপীড়ন বন্ধে নিন্দার প্রস্তাব আনার জন্য সরকারের কাছে জোর দাবী জানান জমিয়তে তালাবার নেতৃবৃন্দ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামা কানাইঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী মাও. হারুনুর রশিদ চতুলী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুবনেতা মাও. আব্দুল্লাহ শাকির, ছাত্রনেতা মাও. হারিছ উদ্দিন, ইয়াহইয়া শহীদ, হা. সিদ্দিক আহমদ প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়