Saturday, June 6

চীনে ডুবে যাওয়া নৌযান থেকে ৩৯৬টি মৃতদেহ উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: চীনের ইয়াংজি নদীতে টর্নেডোর আঘাতে ডুবে যাওয়া জাহাজটির ৩৯৬ জন আরোহীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। টর্নেডোর আঘাতে কয়েক মুহূর্তেই উল্টে যাওয়া জাহাজটি শুক্রবার খাড়া করার পর থেকে শনিবার সকাল পর্যন্ত জাহাজটির ভিতর থেকে অধিকাংশ লাশ উদ্ধার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ রয়েছেন আরো ৪০ জনেরও বেশি আরোহী। এ পর্যন্ত জাহাজের ক্যাপ্টেনসহ মাত্র ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আরো লাশের সন্ধানে জাহাজটির কেবিনগুলোতে উদ্ধারকারীরা তল্লাশি চালাচ্ছেন বলে জানিয়েছে সরকারি চীনা সংবাদপত্র পিপলস ডেইলি। গত সোমবার রাতে ইয়াংজি নদী ধরে যাওয়ার সময় হুবেই প্রদেশের জিয়ানলি এলাকায় পর্যটকবাহী চারতলা জাহাজ ইস্টার্ন স্টার টর্নেডোর কবলে পড়ে ৪৫৮ জন আরোহী নিয়ে ডুবে যায়। আরোহীদের মধ্যে ৪০৫ জন যাত্রী, ট্রাভেল এজেন্সীর পাঁচ কর্মী ও ৪৬ জন ক্রু ছিলেন। ঘটনাটি ৭০ বছরের মধ্যে চীনের সবচেয়ে প্রাণঘাতী নৌদুর্ঘটনায় পরিণত হতে পারে। জাহাজটির বেঁচে যাওয়া ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলীকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, জাহাজটি অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল না ও জাহাজটিতে প্রত্যেক যাত্রীর জন্য পর্যাপ্ত জীবনরক্ষাকারী পোশাক (লাইফ জ্যাকেট) ছিল। দেশটির রাষ্ট্রায়ত্ব বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, জাহাজটি ১১ দিনের এক প্রমোদ ভ্রমণে পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিং থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর চোংকিংয়ে যাচ্ছিল। চীনা আবহাওয়া দপ্তর জানিয়েছে, নদীটির যে জায়গায় জাহাজটি ছিল ঠিক ওই জায়গা দিয়েই টর্নেডোটি চলে যায়। চীনে টর্নেডো হলেও দেশটি টর্নেডোপ্রবণ নয়। দেশটিতে টর্নেডোর আঘাতে জাহাজ ডুবি একটি বিরল ঘটনা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়