Saturday, June 13

ভারতে ভ্যান উল্টে নদীতে, নিহত ২২


কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতে যাত্রীবোঝাই একটি এমইউভি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে, ২২ আরোহীর মৃত্যু হয়। মৃতদের মধ্যে ন'জন মহিলা ছাড়াও রয়েছে সাতটি শিশু। অভিশপ্ত ভ্যানেরই যাত্রী বছর তেরোর এক কিশোরকে একমাত্র জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে, তার অবস্থাও সংকটজনক বলে জানিয়েছেন ডাক্তাররা। শনিবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে ভারতের অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে দৌলাইশ্বরম ব্যারেজের ওপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই ভ্যানটি গোদাবরী নদীতে পড়ে যায়। পুলিশ খবর পায় ভোর ৫টা নাগাদ। ভ্যানটিতে মোট ২৩ জন ছিলেন, তার মধ্যে ২২জনেরই মৃত্যু হয়। জানা গিয়েছে, তিরুপতির মন্দির ঘুরে, তিরুমালার শ্রীভেঙ্কটেশ্বরা মন্দির দেখে তারা বিশাখাপত্তনমে ফিরছিলেন। মৃতরা সবাই নিকট আত্মীয়-স্বজন। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অতিরিক্ত গতি থাকার কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। যে কারণে ব্রিজের ওপর ডিভাইডারে ধাক্কা মেরে, ভ্যানটি নদীতে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান ২১ যাত্রী। পরে হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় আর এক কিশোরীর। একমাত্র কিরণ নামে বছর তেরোর এক কিশোরকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। চিকিত্‍‌সার জন্য তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে, এই কিশোরের অবস্থাও খুব ভালো নয়। পুলিশ জানিয়েছেন, ক্রেন এনে নদী থেকে ভ্যানটিকে তুলতে হয়। একদম তেবড়ে-তুবড়ে যাওয়ায়, ভ্যানের মধ্যেই মৃতদেহগুলো আটকে যায়। পরে ভ্যানটি টুকরো টুকরো করে কেটে, তার ভিতর থেকে দেহগুলো বের করে আনা হয়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক প্রকাশ করে, মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়