Friday, June 26

সোমালিয়ায় জঙ্গি হামলায় নিহত ৩০


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: দক্ষিণ সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে দেশটির ইসলামি জঙ্গি সংগঠন আল শাবাব। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। শুক্রবারের ওই হামলায় নিহতরা সেনা সদস্য নাকি বেসামরিক লোক তা নিশ্চিত হওয়া যায়নি। অন্যদিকে, আল শাবাবের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, হামলায় অন্তত ৩৫ সেনা নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি বলেছে, এক আত্মঘাতী গাড়িবোমা হামলাকারী লীগো শহরের ওই ঘাঁটিতে হামলা চালায়। এর পরপরই বুরুন্ডি সেনাদের সঙ্গে আল শাবাব যোদ্ধাদের সংঘর্ষ বাধে। আফ্রিকান ইউনিয়নের সদস্য দেশ হিসেবে বুরুন্ডি সেনারা ওই ঘাঁটি পরিচালনা করে। সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের অন্তত ২০ হাজার সেনা রয়েছে। খবরে বলা হয়েছে, আল শাবাবের দাবি, তারা ঘাঁটিটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি বিবিসি। প্রসঙ্গত, সোমালিয়া সরকারের বিরুদ্ধে আল কায়েদা সংশ্লিষ্ট ইসলামপন্থী জঙ্গি সংগঠনটি দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়