Monday, June 1

কানাইঘাটের ফতেগঞ্জ হাওরে সরকারী খাস ভূমি প্রভাবশালীদের কাছে বিক্রির অভিযোগ


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউপির ফতেগঞ্জ হাওরে অবস্থিত সরকারী খাস খতিয়ানের অর্ন্তভুক্ত ৬ একর অনাবাদী পতিত ছনখলা ও গো-চারণ ভূমি এলাকার কতিপয় লোকজন কর্তৃক জাল জালিয়াতির মাধ্যমে প্রভাবশালী ব্যক্তিদের কাছে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। যুগ যুগ ধরে এলাকার সর্বস্তরের মানুষের ভোগ দখলে থাকা সরকারী খতিয়ানের অনাবাদী জমি প্রভাবশালীদের জবর দখল থেকে রক্ষা করতে গিয়ে উল্টো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে কানাইঘাট থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে হয়রানী করা হচ্ছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানিয়েছেন জাল জালিয়াতির মাধ্যমে ফতেগঞ্জ হাওর মৌজার জেএল নং- ৮৭, খতিয়ান নং- ০১, দাগ নং- ৪৬৩ অর্ন্তভুক্ত ৬ একর ৮৪ পয়েন্ট ছনউরা গো-চারণ অনাবাদী ভূমি ফতেগঞ্জ গ্রামের দুদু মিয়া, ছানা মিয়া, ছইল মিয়া ভূমি অফিসের কতিপয় দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার মাধ্যমে নামজারী করে প্রভাবশালী ব্যক্তিদের কাছে চুক্তিনামার মাধ্যমে বিক্রি করে দেন। এর মধ্যে চুক্তিনামার মাধ্যমে ফতেগঞ্জ গ্রামের ছইল মিয়ার কাছ থেকে গোলাপগঞ্জ উপজেলার রণিখাইল গ্রামের প্রভাবশালী ব্যক্তি জমির উদ্দিনের কাছে ১০ ভিগা জমি চুক্তিনামার মাধ্যমে নাম মূলে খরিদ করেন। উক্ত জমি খরিদ করার পর কয়েকদিন পূর্বে জমির উদ্দিন কয়েকটি এক্সলেভটর মেশিন নিয়ে ভূমিকে মৎস্য খামার করার জন্য খনন কাজ শুরু করলে রাজাগঞ্জ ইউপির লালারচক পূর্ব, লালারচক পশ্চিম ও নিজ ফতেগঞ্জ গ্রামের সর্ব স্তরের লোকজন সরকারী গো-চারন ভূমির শ্রেণি বিন্যাস পরিবর্তন না করার জন্য জমির উদ্দিনকে বাঁধান প্রদান করেন। এতে উত্তেজিত হয়ে তিনি এলাকার লোকজনকে দেখে নেওয়া সহ চাঁদাবাজি, নারী নির্যাতন সহ বিভিন্ন মামলার ভয় দেখান। জমির উদ্দিন বাদী হয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের আসামী করে কানাইঘাট থানায় অভিযোগও দায়ের করেন। মামলা দায়েরের খবরে এলাকার লোকজনের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে সোমবার এলাকার প্রায় ২ শতাধিক লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি তারেক মোহাম্মদ জাকারিয়ার কার্যালয়ে উপস্থিত হয়ে ভূমি খেকো চক্র কর্তৃক ৬একর ৮৪ পয়েন্ট সরকারী ভূমির পূর্বের নামজারী বাতিলের জন্য লিখিত দরখাস্ত দাখিল করেন। এছাড়া এলাকার লোকজনদের বিরুদ্ধে সরকারী ভূমি জবর দখলকারী জমির উদ্দিন কর্তৃক দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গ দেখা করে সরকারী ভূমি রক্ষা করার জন্য এর প্রতিকার চান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়