Thursday, June 4

কানাইঘাট কুড়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবনে ফাটল, ঝুঁকি নিয়ে পাঠদান


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট কুড়ারপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনটি ছাত্র/ছাত্রীদের পাঠদানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ১৯৯৭০ইং সনে স্থাপিত স্কুলটির পুরাতন ঘর ভেঙে ইসলামী উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় স্থানীয় এলজিইডি কর্তৃক ১৯৯৬ ইং সনে স্কুলটির একমাত্র চার কক্ষ বিশিষ্ট একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়। নিম্নমানের কাজ হওয়ার ফলে কয়েক বছর যেতে না যেতেই ভবনটির একাধিক স্থানে ফাটলের পাশাপাশি প্লাস্টার উটে গেছে। সাম্প্রতিক সময়ে দেশে কয়েক দফা ভূমিকম্প হওয়ায় ভবনটির ফাটল আরো মারাত্মক আকার ধারণ করায় বর্তমানে জীবনের ঝুঁকি নিয়ে ২ শতাধিক শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন শিক্ষকরা। সরেজমিনে স্কুলে পরিদর্শনে গিয়ে দেখা যায় অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে আছে স্কুলের একাডেমিক ভবনটি। নেই কোন সীমানা প্রাচীর ও ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া আসার রাস্তা। ডিপ টিউবওয়েলটি নষ্ট হয়ে গেছে। এক বছর আগে স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে স্কুলে মিটার সংযোগ দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ আবেদন করলে অদ্যবদি পর্যন্ত স্কুলে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। স্কুলে বিদ্যুৎ সংযোগ না দেওয়ায় প্রশিক্ষিত প্রধান শিক্ষক হালিমা বেগম শিক্ষার্থীদের জন্য মাল্টিমিডিয়া ক্লাস করাতে পারছেন না। ভবনটি ঘুরে দেখা যায় অতি নিম্নমানের কাজ করার ফলে ১৯৯৬ ইং সনে নির্মিত ভবনটির বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। উঠে গেছে প্লাস্টার। আর ভূমিকম্প হওয়ায় ফাটল আরো মারাত্মক আকার ধারণ করায় ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন ৪ জন শিক্ষক/শিক্ষিকা। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মাওঃ সিরাজ উদ্দিন, সাবেক সভাপতি জয়নাল আবেদীন ও স্কুলের প্রধান শিক্ষক হালিমা বেগম কানাইঘাট নিউজকে জানিয়েছেন, এমনিতেই উপজেলার মধ্যে প্রাথমিক শিক্ষায় দরিদ্র পীড়িত কুড়ারপাড় এলাকার শিশুরা পিছিয়ে রয়েছে। আশপাশ এলাকায় রয়েছে দু’টি কওমি মাদ্রাসা। যার ফলে স্কুল মুখী হচ্ছেনা শিশুরা। এমতাবস্থায় শিক্ষার্থীদের পাঠদানে চরম ঝুঁকিপূর্ণ ভবনটির সংস্কার অথবা নতুন একটি একাডেমীক ভবন নির্মাণ অতীব প্রয়োজন। স্কুলের সৌন্দর্য্য বর্ধন, শিক্ষার্থীদের বিনোদনের জন্য মাঠ ভরাট, যাতায়াতের জন্য রাস্তা, বিদ্যুৎ ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে ছাত্র/ছাত্রীদের সংখ্যা বৃদ্ধি পাবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ সহ এলাকাবাসী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়