Friday, June 26

আমি নিয়মিত প্রেমে পড়ি


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান। রুপালি জগতে তার প্রথম আত্মপ্রকাশ বাংলা ছবি 'ভালো থেকো'র মাধ্যমে। তারপর জনপ্রিয়তা পান প্রদীপ সরকার পরিচালিত 'পরিণীতা' ছবিতেও। কিছু দিন আগে এক ঝটিকা সফরে কলকাতায় আসা বলিউডি এ গ্লামার গার্লের সঙ্গে অন্তরঙ্গ আড্ডায় কথা বলেছেন আলোকিত বাংলাদেশের কলকাতা প্রতিনিধি মুকুল বসু আপনি নাকি নিজেকে বাঙালি ভাবতে ভালোবাসেন? ভাবি কি! বলতে পারেন আমি তো মনেপ্রাণে একজন বাঙালি। তাই তো বাঙালি অধ্যুষিত এ কলকাতা শহরটাকে আমার একান্ত নিজের শহর বলেই মনে হয়। দেখেন না, কাজের ফাঁক গলে যখন সুযোগ পাই তখনই ছুটে আসি এ শহরে। আপনার জীবনের প্রথম ছবি তো বাংলাতে। আর সেটাই কি বাঙালি প্রীতির বড় কারণ? হ্যাঁ, সেটা একটা কারণ তো বটেই। তবে এটাও ঠিক যে, বাঙালি সংস্কৃতির সঙ্গে আমি নিজেকে খুব ভালোভাবেই রিলেট করতে পারি। আর বাংলা ভাষাটা এত মিষ্টি যে, বলতে বলতে এখন শিখেই ফেলেছি। যদিও ফ্লুয়েন্সিটা এখনও ততটা আসেনি। নিয়মিত বাংলা ছবি দেখেন? পরিচালক গৌতম হালদারের 'ভালো থেকো' ছবির সময় থেকেই বলতে পারেন বাংলা ছবির সঙ্গে আমার নিবিড় সম্পর্ক। বাংলাদেশ তথা ঢালিউডের ছবি দেখেন? খুব কম হলেও মাঝে মধ্যে তো দেখা হয়ে যায়। কেমন লাগে? বাংলা ছবি মানেই আমার ভীষণ ভালো লাগে। বাংলায় সহজ সরল কথা আর ভাষার বুননি সত্যিকার অর্থে আমাকে মুগ্ধ করে। আপনি নাকি বাঙালি বধূ হতে চান? (একচোট হেসে) ব্যাপারটা সত্যি হলে কিন্তু বেশ হয়। তাই না? আপনার কাছে প্রেম কী? একটা বা দুটো লাইনে প্রেমকে বন্দি করা যায় না ভাই। প্রেমে পড়েছেন? আমি তো নিয়মিত প্রেমে পড়ি। আর প্রেমে পড়া সেই জীবন থেকেই রোমান্সের রসদ খুঁজে পাই। প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যিকার প্রেমে পড়েন না? হ্যাঁ, প্রেম না হোক, আকর্ষণ তো একটা হয়ই। তারপর অবশ্য সব ঠিক হয়ে যায়। ক্ষণিক মোহের সম্বিৎ ফিরতেই অভিনেত্রী বিদ্যা বালান হতে অবশ্য বেশি সময় লাগে না। আপনার প্রিয় রোমান্টিক ছবি কোনটি? অফকোর্স 'সিলসিলা'। ওই যে গানটা_ 'ইয়ে কাঁহা আ গয়ে হাম...' আজও গায়ে কাঁটা দেয়। কী রোমান্টিক বলুন তো গানটা। অমিতাভ বচ্চন সম্পর্কে কিছু বলবেন? অমিতাভ বচ্চন হলেন পৃথিবীর অসাধারণ অভিনেতাদের মধ্যে অন্যতম।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়