Saturday, June 13

এয়ার ইন্ডিয়ার খাবারে টিকটিকি


আন্তর্জাতিক ডেস্ক,কানাইঘাট নিউজ: লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমানে উঠে, দুপুরে ‘স্পেশাল মিল’ এর অর্ডার দিয়েছিলেন এক যাত্রী। কিছুক্ষণের মধ্যেই লাঞ্চের ট্রে হাতে পেয়ে লাফ দিয়ে ওঠেন ওই যাত্রী। স্বচ্ছ ফিনফিনে প্যাকেটে মোড়া বার্গারের ট্রেতে তখন ঘুরে বেড়াচ্ছে টিকটিকি! অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় অপ্রস্তুত বিমানকর্মী। তড়িঘড়ি খাবারের ট্রে পালটে দিয়ে, অবস্থা সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু, ওই বিমানযাত্রীর মধ্যাহ্ন ভোজ মাথায় উঠেছে তখন। ফিরেয়ে দেন বিমানকর্মীকে। শুধু ওই যাত্রী একাই নন, দুপুরের খাবারে টিকটিকি দেখে আর কেউই তা মুখে তোলেননি। গোটা উড়ানপথ অভুক্ত থেকে পরে অভিযোগ দায়ের করেন এয়ার ইন্ডিয়ার ওই ফ্লাইটের যাত্রীরা। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে এয়ার ইন্ডিয়ার দিল্লি-লন্ডন ফ্লাইট ১১১-এ। এই ঘটনার পর অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ মুখ খোলেনি। সূত্রের খবর, ক্যাটারের থেকে খাবার নেয় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। কিন্তু, সেই খাবারে কীভাবে টিকটিকি ঢুকে পড়ল তা স্পষ্ট নয়। তবে, বিমানেরই এক কর্মী জানিয়েছেন, যেখানে খাবারদাবার রাখা হয়, বিমানের সেই কার্টে আরশোলার উপদ্রব শুরু হয়েছে। বিমান কর্তৃপক্ষের নজরেও তা আনা হয়। তবে, আরশোলা মারতে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়নি। কিন্তু, খাবারের প্যাকেটের মধ্যে টিকটিকি কীভাবে ঢুকে পড়ল, তা তাঁর কাছেও স্পষ্ট নয়। এয়ার ইন্ডিয়ার এমন গাছাড়া পরিষেবায় ক্ষুব্ধ যাত্রীরা। এদিকে, শুক্রবারই বাতানুকূল যন্ত্র খারাপ হয়ে যাওয়ায়, গোয়াগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান মাঝপথ থেকে দিল্লিতে ফিরে আসতে বাধ্য হয়। প্রায় ৩৫ হাজার ফুট উঁচুতে বাতানুকূল যন্ত্র কাজ না-করায়, শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যাত্রীদের। যে কারণে তড়িঘড়ি বিমানটিকে ফিরিয়ে আনা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়