Monday, June 15

'বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চায় চীন'


নিউজ ডেস্ক: ২০ দলীয় জোট নেত্র ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক করেছেন বাংলাদেশে সফররত চীনা কমিউনিস্ট পার্টির ছয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রনিনিধি দল। সোমবার বিকেল সাড়ে চারটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের বাসভবন ‘ফিরোজা’য় এই বৈঠক হয়। চীনা ক্ষমতাসীন দলের ভাইস প্রেসিডেন্ট গো ইয়ে জো প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। তাদের সাথে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান ও চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। বৈঠক শেষে ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, "বাংলাদেশের বিষয়ে চীনা প্রতিনিধি দলের সদস্যরা স্পষ্ট করে বলেছেন- একটি স্থিতিশীল রাজনীতি ও গণতান্ত্রিক পরিবেশ তারা দেখতে চায়। এ বিষয় নিয়ে তারা আগেও কথা বলেছে।" তিনি বলেন, "বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক হাজার বছরের পুরনো। স্বাধীনতার পরে চীনের সঙ্গে যে সম্পর্কের সেতু গড়ে উঠেছে, তা জিয়াউর রহমানের মাধ্যমে। বিএনপির আমলেই।" চীন সরকারের মাধ্যমে বাংলাদেশে যেসব উন্নয়ন প্রকল্পের কাজ চলছে, আজেকর বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান মঈন খান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়