Wednesday, June 10

বাংলাদেশ-ভারত টেস্ট সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য


কানাইঘাট নিউজ ডেস্ক: প্রায় সাড়ে পাঁচ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের একমাত্র টেস্টটি হচ্ছে ফতুল্লায়। এবার এক নজরে জেনে নেই ফতুল্লায় বাংলাদেশ-ভারত টেস্ট সম্পর্কে ১০টি গুরুত্বপূর্ণ তথ্য : ১. প্রায় ৯ বছর পর ফতুল্লায় টেস্ট হচ্ছে। এই মাঠে হওয়া একমাত্র টেস্টে ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রায় জিতে গিয়েছিল বাংলাদেশ। চারদিন বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকলেও, শেষ দিনে ম্যাচটি ছিনতাই করে নিয়ে যায় অযি অধিনায়ক রিকি পন্টিংয়ের সেঞ্চুরি। তিন উইকেটে হেরে যায় বাংলাদেশ। ২. ফতুল্লা টেস্টে কোন ডিআরএস থাকছে না। তাই বাংলাদেশের বিপক্ষে কোনো ভুল সিদ্ধান্ত গেলেও কিছুই করার থাকবে না। ৩. এ ম্যাচের তিন আম্পায়ার হলেন কুমার ধর্মসেনা, রড টাকার ও নাইজেল লং। ধর্মসেনা ও টাকারের অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করার সম্ভাবনা বেশি। অন্যজন থাকবেন থার্ড আম্পায়ার। ৪. ফতুল্লা টেস্টের উইকেট নিয়ে অসন্তুষ্টি জানিয়েছেন বাংলাদেশের কোচ ও অধিনায়ক। কোচ জানিয়েছেন যেরকম উইকেট চেয়েছেন, তেমনটা পাননি। স্বাগতিক হয়েও উইকেট তৈরির উপর নিয়ন্ত্রণ ছিলো না বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের! ৫. ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচিত অধিনায়ক হিসাবে এটিই ভিরাট কোহলির প্রথম টেস্ট। সেই হিসাবে দলনেতা হিসাবে এক প্রকার অভিষেক হচ্ছে কোহলির। এর আগে ধোনির অনুপস্থিতিতে সহ-অধিনায়ক হিসাবে অধিনায়কত্ব করেছেন একাধিক টেস্টে। ৬. এ ম্যাচে অভিষেক হচ্ছে লিটন কুমার দাসের। প্রায় আট বছর ও ৪৫ টেস্ট পর কিপিং করবেন না মুশফিকুর রহিম। ওপেনার হলেও মিডল অর্ডারে ব্যাট করবেন লিটন। ৭. ফতুল্লা টেস্টে প্লেকার্ডের উপর থাকছে নিষেধাজ্ঞা। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের জের ধরে ভারতীয় দল সম্পর্কে বাজে কিছু লেখা হতে পারে ভেবেই এ নিষেধাজ্ঞা। ৮. ফতুল্লায় খেলা হবার কারণে স্টেডিয়ামের পাশেই অবস্থিত রওজাতুন সালেহীন আলিম মাদ্রাসা পাঁচ দিনের জন্য বন্ধ করে দিয়েছে প্রশাসন। ৯. ভারতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন রবি শাস্ত্রী। পদের নাম ‘টিম ডিরেক্টর’ হলেও কোচের দায়িত্বই পালন করছেন তিনি। ১০. বাংলাদেশের ব্যাটসম্যান মুমিনুল হকের সামনে রয়েছে বিশ্বরেকর্ডে ভাগ বসানোর হাতছানি। টানা ১২ টেস্টে হাফ সেঞ্চুরির রেকর্ড ডি ভিলিয়ার্সের। মুমিনুল করেছেন টানা ১১ টেস্টে। ফতুল্লায় দুই ইনিংসের একটিতে ফিফটি করলেই চলবে মুমিনুলের।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়