নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভাধীন নন্দিরাই গ্রামের মৃত নবাব আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান বার্ধক্য জনিত রোগে রোববার বেলা ১২টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছে। ইন্নানিল্লাহি……………….রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ মেয়ে, ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, আর্তিক অভাব অনটনের কারনে দীর্ঘদিন ধরে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সু-চিকিৎসা করতে না পেরে নানা জটিল রোগে আক্রান্ত হয়ে রোববার চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সোমবার রাষ্ট্রীয় মর্যাদা শেষে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের নামাজের জানাযা পরবর্তী লাশ গ্রামের পঞ্চায়েত কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
এদিকে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, পৌর সভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলার প্যানেল মেয়র হাজী আব্দুল মালিক,কানাইঘাট উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কলামিষ্ট মহিউদ্দিন,কানাইঘাট নিউজ ডট কম সম্পাদক মাহবুবুর রশিদ,কানাইঘাট কমিউনিটি ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আব্দুন নুর, দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন প্রমুখ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়